03/13/2025 বাংলাদেশের টার্গেট সিরিজ জয়: মাহমুদউল্লাহ
স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২২ ০৫:১৪
স্পেশাল করেসপন্ডেন্ট: ওয়েস্ট ইন্ডিজ সফরে এবার টেস্টে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। অ্যান্টিগায় প্রথম টেস্টে ৭ উইকেটে হেরেছে সাকিব আল হাসানের দল। সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্টে লড়াই জমাতে চায় টাইগাররা।
ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-২০ ও ওয়ানডে সিরিজ খেলতে শুক্রবার সকালে ৫ ক্রিকেটার দেশ ছেড়েছেন। মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান ও মুনিম শাহরিয়ার আজ উড়াল দিয়েছেন। বাকি রয়েছেন শুধু তাসকিন আহমেদ। আজ সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের ফ্লাইটে ক্যারিবিয়ানের উদ্দেশ্যে রওনা করবেন ডানহাতি এ ফাস্ট বোলার।
টেস্টে যেমনই হোক সীমিত ওভারের দুই ফরম্যাটে উইন্ডিজদের হারাতে চায় বাংলাদেশ। আগামী ২ জুলাই অনুষ্ঠিত হবে প্রথম টি-২০ । এ ফরম্যাটে তিনটি ম্যাচ খেলবে দুই দল।
বাংলাদেশের টি-২০ অধিনায়ক মাহমুদউল্লাহ সরাসরি বলেছেন, ক্ষুদে ফরম্যাটে সিরিজ জয়ই তার মূল টার্গেট।
শুক্রবার সকালে বিমানবন্দরে মাহমুদউল্লাহ বলেন, ‘বাংলাদেশের টার্গেট সিরিজ জয়। আর ইনশাআল্লাহ আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব। আর এই মুহূর্তে আমাদের টিমের ব্যালেন্স খুব ভালো আছে। এটা ভালো একটা সিরিজ হবে।’
২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-২০ সিরিজ জিতেছিল বাংলাদেশ। নেতৃত্বে ছিলেন মাশরাফি ও সাকিব। এবার চার বছর আগের স্মৃতির পুনরাবৃত্তি চান মাহমুদউল্লাহ। তিনি বলেছেন, ‘তারা ওয়ানডে ও টি-২০ তে খুব ভালো দল। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। ওদের কন্ডিশনে খেলা, অবশ্যই একটা চ্যালেঞ্জ থাকবে। কিন্তু শেষবার যখন গিয়েছি, ভালো ক্রিকেট খেলে সিরিজ জিতেছি, ইনশাআল্লাহ এবারও চেষ্টা করব সিরিজ জেতার।’
এদিকে ইয়াসির আলী, শহীদুল ইসলাম ও সাইফউদ্দিন ইনজুরিতে পড়ায় এই সফরে বাংলাদেশের টি-২০ দলটা ১৪ জনে পরিণত হয়েছে। শেষ পর্যন্ত মিরাজ ও তাসকিনকে এ ফরম্যাটের দলে অন্তর্ভুক্ত করা হবে।
আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও বিমানবন্দরে মাহমুদউল্লার কথায় স্পষ্ট মিরাজকে টি-২০ দলে নেয়া হয়েছে। টি-২০ অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় মিরাজ ডিজার্ভ করে। ও খুব ভালো পারফর্ম করছে। শেষ বিপিএলেও ভালো করেছে। আমি খুব খুশি ও স্কোয়াডে আছে।’
-নট আউট/এমজেএ/এমআরএস