03/13/2025 ক্যারির ব্যাটে স্বান্তনার জয় অস্ট্রেলিয়ার
নট আউট ডেস্ক
২৫ জুন ২০২২ ১০:৩৭
নট আউট ডেস্কঃ জিতেই স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করেছিল সফরকারী অস্ট্রেলিয়া। এবার জিতেই ওয়ানডে সিরিজ শেষও করলো সফরকারীরা৷ তবে, এর মাঝের টানা তিনটি ওয়ানডে হেরে সিরিজটা খুইয়েছে অ্যারন ফিঞ্চের দল। সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে ৪ উইকেটের কষ্টার্জিত জয়ে ৩-২ এ সিরিজ শেষ করলো অজিরা।
কলোম্বোয় এদিন আগে ব্যাট করে অজি বোলারদের তোপে একশ পার করার আগেই ৮ উইকেট হারায় স্বাগতিক শ্রীলঙ্কা। তবে শেষ দিকে করুনারত্নের ক্যারিয়ার সেরা ৭৫ রানের ইনিংসে ১৬০ রানের পুঁজি পায় তাঁরা। জবাবে একশ পার করতে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে অজিরা। তবে সপ্তম উইকেটে আনবিটেন জুটি গড়ে দলকে স্বান্তনার জয় এনে দেন অ্যালেক্স ক্যারি ও ক্যামেরুন গ্রিন।
লঙ্কানদের দেওয়া ১৬১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে, এদিনও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। এরপর আরেক ওপেনার ডেভিড ওয়ার্নারও ফিরেন ব্যাক্তিগত ১০ রান করে। দলীয় ১৯ রানের মাথায় জস ইংলিশ ফিরলে চাপে পড়ে সফরকারীরা। এরপর দলের হাল ধরেন মিচেল মার্শ ও মার্নাস ল্যাবুশেন। এই দু'জনের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে অজিরা।
দলীয় পঞ্চাশ এর মাথায় ব্যাক্তিগত ২৪ রানে মার্শের বিদায়ে ফের বিপাকে পড়ে তাঁরা। পঞ্চম উইকেটে ক্যারিকে সঙ্গে নিয়ে প্রতিরোধের দেওয়াল তুলেন ল্যাবুশেন। দু'জন মিলে পঞ্চাশোর্ধ রানের জুটি গড়ে, দলকে বিপদ মুক্ত করেন। তবে এরপরেই সাজঘরে ফিরেন ল্যাবুশেন। ২ চারে ৫৮ বলে ৩১ রান করেন তিনি। ১৬ রান করা ম্যাক্সওয়েল ফিরলে হার উঁকি দেয় সফরকারীরা।
হারতে বসা ম্যাচে অজিরদের পথ দেখান অ্যালেক্স ক্যারি, তাকে যোগ্য সঙ্গ দেন ক্যামেরুন গ্রিন। তাতেই চর্তুথ ওয়ানডেতে করা ভুলের মাশুল এদিন আর দিতে হয়নি অজিদের। শেষ পর্যন্ত ৩৯ ওভার ৩ বলে লক্ষ্যে পৌঁছে যায় তাঁরা। ৬৫ বলে অপরাজিত ৪৫ রানের ইনিংস খেলেন ক্যারি। ২ চার ও ১ ছক্কায় ২৬ বলে ২৫ করেন গ্রিন। শ্রীলঙ্কার পক্ষে তিনটি উইকেট নেন দিনুথ ওয়েলালাগে। থিকসিনার শিকার দুই উইকেট।
এর আগে টস জিতে ব্যাট করে করুনারত্নের দৃঢ়তায় ১৬০ রানের সংগ্রহ গড়ে শ্রীলঙ্কা। ৮ চার ও ১ ছক্কায় ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন করুনারত্নে করেন ৭৫ রান। এছাড়া কুশল মেন্ডিস করেন ২৬ রান। আসালাঙ্কা ১৪ ও শেষ দিকে মাদুশান করেন ১৪ রানের ইনিংস। অস্ট্রেলিয়ার পক্ষে দুইটি করে উইকেট নেন জস হ্যাজেলউড, প্যাট কামিন্স ও কুহ্নম্যান।
-নট আউট/টিএ