03/13/2025 সেন্ট লুসিয়ায় টাইগারদের হতাশায় শেষ প্ৰথম দিন
নট আউট ডেস্ক
২৫ জুন ২০২২ ১৮:৫৪
নট আউট ডেস্ক: উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে প্রথম দিনেই অলআউট হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল৷ দিনের শুরুতে প্রতিরোধের দেয়াল তৈরী করলেও তা শেষ পর্যন্ত স্থায়ী করতে পারেননি ব্যাটাররা৷ পড়ন্ত বিকেলে বোলাররাও নিতে পারেনি কোন উইকেট৷ ২৩৪ রানে বাংলাদেশ অলআউট হওয়ার পর বিনা উইকেটে ৬৪ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা৷
বাংলাদেশের ব্যাটাররা যেই পিচে নিজেদের প্রমাণ করতে ব্যর্থ সেখানেই ক্যারিবিয়ান দুই ওপেনার জন ক্যাম্পবেল ও ক্রেগ ব্র্যাথওয়েট ব্যাট চালিয়েছেন অকপটে৷ বাংলাদেশের চেয়ে ১৬৭ রানে পিছিয়ে থেকে তারা শুরু করবেন দ্বিতীয় দিনের খেলা।
ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন উইন্ডিজ দলপতি৷ প্রথম টেস্টের স্মৃতি তখন মনে পড়েছিল নিশ্চয়ই অনেকের৷ তবে শুরুতে হয়নি তেমন কিছু৷ তামিম-জয় ভালো শুরু করলেও পূর্ণতা পায়নি তামিমের ইনিংস৷ ৪৬ রানে আউট হয় এই বামহাতি ওপেনার৷ ব্যক্তিগত দশ রানে আউট হয়েছিলেন মাহমুদুল হাসান জয়৷
মুমিনুল হকের পরিবর্তে দলে সুযোগ পাওয়া এনামুল হক বিজয় শুরুটা মোটেও মন্দ করেনি৷ তবে আউট হয়েছেন ২৩ রানে৷ নাজমুল হাসান শান্ত করেন ২৬ রান৷
ব্যাট হাতে প্রথম ম্যাচের সম্মান উদ্ধারের ত্রাণকর্তা সাকিব আল হাসান ও নুরুল হাসান সোহান এদিন করতে পারেনি ভালো কিছু৷ অবশ্য সাকিবের ডেপুটি লিটন দাস করেছেন অর্ধশতক৷
ধুকতে থাকা দলটিকে শেষ দিকে রক্ষা করেছে শরিফুল-এবাদত জুটি৷ দুজনে মিলে করেছে ৪৭ রান৷ যেখানে শরিফুলের সংগ্রহ ২৬ এবং এবাদতের ২১৷
শেষ বিকেলে ব্যাট হাতে শরিফুল-এবাদত সকলকে মুগ্ধ করলেও বল হাতে উইকেট না পাওয়ায় বেড়েছে হতাশা৷ দ্বিতীয় দিনের শুরুতে দূর্দান্ত কিছু করতে না পারলে শঙ্কা বাড়বে সিরিজ বাঁচানো নিয়ে৷
ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে সফল বোলার আলজারি জোসেফ। এই পেসার ১৫ ওভারে ৫০ রান দিয়ে নেন ৩ উইকেট। জেডেন সেলসও পেয়েছেন ৩ উইকেট, ১৪.২ ওভারে তার খরচ ৫৩। আর ২টি করে উইকেট পেয়েছেন অ্যান্ডারসন ফিলিপ ও কাইল মায়ার্স।
সংক্ষিপ্ত স্কোর:
(প্রথম দিন শেষে)
বাংলাদেশ: প্রথম ইনিংসে ৬৪.২ ওভারে ২৩৪ (লিটন ৫৩, তামিম ৪৬, শান্ত ২৬, শরিফুল ২৬, এনামুল ২৩, এবাদত ২১*, জয় ১০, মিরাজ ৯, সাকিব ৮; জোসেফ ১৫-১-৫০-৩, সেলস ১৪.২-৪-৫৩-৩, ফিলিপ ৯-১-৩০-২)।
ওয়েস্ট ইন্ডিজ: প্রথম ইনিংসে ১৬ ওভারে ৬৭/০ (ক্যাম্পবেল ৩২*, ব্র্যাথওয়েট ৩০*; এবাদত ৪-১-৮-০, শরিফুল ৬-৩-১৯-০)।
-নট আউট/এমআরএস