03/13/2025 ইংল্যান্ডে করোনা পজিটিভ রোহিত শর্মা!
নট আউট ডেস্ক
২৬ জুন ২০২২ ১৯:৪২
নট আউট ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট শুরুর আগে ভারতীয় শিবিরে করোনা বড় প্রভাব ফেলেছে৷ রবিচন্দ্রন অশ্বিন রোহিতদের সঙ্গে উড়াল দিতে পারেননি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারনে৷ ইংল্যান্ডে ফুরফুরে মেজাজে থাকা দলপতি রোহিত শর্মা এবার করোনা পজিটিভ হয়েছে৷
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার রোহিতের করোনা পরীক্ষা করা হয়। তাঁর ফল পজিটিভ এসেছে। তিনি বর্তমানে টিম হোটেলে আইসোলেশনে রয়েছেন এবং বিসিসিআই মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন।
১ জুলাই থেকে শুরু হওয়া টেস্টের আগে কাউন্টি ক্লাবের লেস্টারশায়ারের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট করেন রোহিত৷ তবে গতকাল ব্যাট করতে না নামার কারনে জেগেছিল শঙ্কা৷ পরবর্তীতে পরীক্ষা করে দেখা যায় এই ব্যাটার করোনা আক্রান্ত৷ এমন অবস্থায় প্রথম টেস্টে তাকে পাওয়া অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে৷
গতবছর করোনার প্রাদুর্ভাবের কারণে ইংল্যান্ড সফর থেকে শেষ টেস্ট না খেলেই দেশে ফেরত যায় ভারতীয় দল।
-নট আউট/এমআরএস