03/14/2025 তৃতীয় দিনেই বিধ্বস্ত বাংলাদেশ, ইনিংস পরাজয়ের শঙ্কা
নট আউট স্টাফ
২৭ জুন ২০২২ ২২:১৯
নট আউট স্টাফ: ক্যারিয়ারে প্রথমবার খালেদের পাঁচ উইকেট পাওয়ার দিনে আরেকবার ব্যর্থ বাংলাদেশের ব্যাটিং লাইনআপ৷ ফলে শঙ্কা জেগেছে ইনিংস পরাজয়ের৷ ৬ উইকেট হারিয়ে ১৩২ রানে শেষ করেছে তৃতীয় দিনের খেলা৷ চতুর্থদিনে ৪২ রানে পিছিয়ে থেকে ব্যাটিং করবে বাংলাদেশ৷ সোহান ১৬ রান ও মিরাজ শূণ্য রানে অপরাজিত রয়েছে৷ ম্যাচ জয় কিংবা ড্র হওয়ার স্বপ্ন দেখা এক প্রকার অন্যায় হয়ে দাঁড়িয়েছে ব্যাটারদের ভুলে৷ ইনিংস হারের লজ্জা থেকে উদ্ধারের শেষ আশা সোহান-মিরাজকে ঘিরে৷
সেন্ট লুসিয়ায় তৃতীয় দিন ছিল রোদ-বৃষ্টির রোমাঞ্চ৷ যে রোমাঞ্চ মাঠের বাইরে থেকে দুই দল উপভোগ করলেও মাঠে উপভোগ করেছে খালেদ ও উইন্ডিজ দল৷ গুড লেংথ ডেলিভারিতে জেডেন সিলস ক্যাচ আউট হলে পূরণ হয় খালেদের পাঁচ উইকেট৷ খালেদের আনন্দের দিনে তাকে বুকে জড়িয়ে ধরেন অধিনায়ক সাকিব আল হাসান৷ বল উঁচিয়ে যখন খালেদ মাঠ ছাড়েন তখন সবার মুখেই আনন্দ৷ তবে সে আনন্দ স্থায়ী হতে দেয়নি কেমার রোচ৷
দ্বিতীয় ইনিংসের শুরুতে রোচের করা বল ড্রাইভ করতে গিয়ে ক্যাচ আউট হয় দেশ সেরা ওপেনার তামিম ইকবাল৷ তাতে করে এই বোলারের ২৫০ টেস্ট উইকেট পূর্ণ হয়৷ তামিমের বিদায়ের পর মাহমুদুল হাসান জয় টিকতে পারেনি বেশি সময়৷ আউট হওয়ার আগে করেন মাত্র ১৩ রান৷
সাদা বলের প্রস্ততি নিতে থাকা বিজয় সুযোগ পেয়েছেন টেস্টে৷ প্রথম ইনিংসে ২৩ রান করলেও এদিন আউট হয়েছেন মাত্র ৪ রানে৷
বিজয়ের আউটের পর আরেকবার নেমে আসে বৃষ্টি৷ সে বৃষ্টি যদি সারাদিন থাকতো তাহলে হয়তো ভালো হতো বাংলাদেশের জন্য৷ তবে তা হয়নি৷ বৃষ্টি শেষে নাজমুল শান্ত ও লিটন দাস বিপর্যস্ত ইনিংস জোড়া লাগানোর চেষ্ঠা করলেও শেষ অবধি তা হয়নি৷ সিলসের বলে এলবিডব্লিউ হয়ে ১৯ রান করে মাঠ ছাড়েন দলের ডেপুটি৷
ভালো শুরু করেও ইনিংস বড় করতে না পারা শান্ত এদিন অধিনায়ক সাকিবকে নিয়ে চেষ্ঠা করেছিলেন এগিয়ে যেতে৷ জুটিতে যোগ করেছিলেন ৪৭ রান৷ বড় ভাই তামিমের মত একই ভুল করে ৪২ রান করে আউট হয় শান্ত৷ অতপর সাকিবের বিদায় মাত্র ১৬ রানে৷
বল হাতে স্বাগতিকদের চাপে ফেলানো সম্ভব কিংবা খালেদ পাঁচ উইকেট পেলেও ব্যাটারদের মত বোলাররাও করতে পারেনি ধারাবাহিক জুটি৷ কাইল মায়ার্সের ১৪৬ রানের ব্যক্তিগত ইনিংসে বাংলাদেশ পিছিয়ে পড়ে ১৭৪ রানে৷ চতুর্থ দিনে সোহান-মিরাজ দলকে কতটা সময় টিকিয়ে রাখবে ইনিংস পরাজয় এড়ানোর লড়াইয়ে সেটি জন্য অপেক্ষা করতে হবে বাংলাদেশ সময় রাত ৮ টা পর্যন্ত৷
অ্যান্টিগায় ম্যাচ পরাজয় ছিল ৯৯ তম৷ সেন্ট লুসিয়ায় পরাজয়ে হোয়াইটওয়াশের সাথে পূরণ হবে ১০০তম টেস্ট পরাজয়৷
সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে)-
বাংলাদেশ (প্রথম ইনিংস) - ২৩৪/৯ (৬৪.২ ওভার) (তামিম ৪৬, জয় ১০, শান্ত ২৬, বিজয় ২৩, লিটন ৫৩, সাকিব ৮, সোহান ৭, মিরাজ ৯, শরিফুল ২৬, এবাদত ২১*, ফিলিপ ২/৩০, জোসেফ ৩/৫০, সিলস ৩/৫৩)
ওয়েস্ট ইন্ডিজ (প্রথম ইনিংস) - ৪০৮/১০ (১২৬.৩ ওভার) (ক্যাম্পবেল ৪৫, ব্র্যাথওয়েট ৫১, রেইফার ২২, মেয়ার্স ১৪৬, ব্ল্যাকউড ৪০, জশুয়া ২৯, খালেদ ৫/১০৬, মিরাজ ৩/৯১, শরিফুল ২/৭৬)
বাংলাদেশ (দ্বিতীয় ইনিংস)- ১৩২/৬ (৩৬ ওভার) (তামিম ৪, জয় ১৩, লিটন ১৯, শান্ত ৪২, সাকিব ১৬, সোহান ১৬*, মিরাজ ০*, রোচ ৩/৩২, জোসেফ ২/৩১)
-নট আউট/এমআরএস