03/14/2025 অবৈধ চুক্তি করে বৈধ কাজ!
নট আউট স্টাফ
২৯ জুন ২০২২ ২২:২৭
নট আউট স্টাফ: ক্রিকেটের যাত্রা কবে শুরু হয়েছিল এটি নিয়ে ভিন্নমত থাকলেও ইতিহাস স্বীকৃত টেস্ট ক্রিকেট শুরু হয় ১৮৭৭ সালে৷ সেই সাদা কালো যুগে দ্বিতীয় পক্ষের সাথে অর্থের বিনিময়ে দলের তথ্য পাচার কিংবা ইচ্ছাকৃত নো বল অথবা স্ব-ইচ্ছায় আউট হওয়ার কোন চুক্তির ঘটনা না ঘটলেও সময়ের যত পরিবর্তন হয়েছে, সাদা কালো রঙে রংধনুর ছোঁয়া লেগেছে, প্রযুক্তির উন্নতি শুরু হয়েছে তখনই এই অন্যায় পথে পা বাড়ানো শুরু করেছে অনেক ক্রিকেটার৷
অবৈধ লেনদেনে ভিন্ন পন্থা খুঁজে নেওয়াকে বলা হচ্ছে ফিক্সিং কান্ড৷ এখন পর্যন্ত জাতীয় থেকে ঘরোয়া উভয় পর্যায়ে এই কাজে শাস্তি পাওয়াদের সংখ্যাটা মোটেও কম নয়৷ তবে একজনের জীবনে রয়েছে মজার গল্প৷ যিনি মোটা অঙ্কের টাকার বিনিময়ে ব্যক্তিগত ২০ রানের মধ্যে আউট হওয়ার চুক্তি করেন৷ তবে ব্যাট হাতে নেমে সেই চুক্তি তিনি ভঙ্গ করেছিলেন৷
বাইশ গজে এমন মজার ঘটনার জন্ম দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার হার্শেল গিবস৷ ২০০০ সালে ভারতের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচের আগে তিনি ২০ রানের নিচে আউট হওয়ার শর্তে ১৫ হাজার মার্কিন ডলারের চুক্তি করেন৷ তবে মজার বিষয় সেই ম্যাচে তিনি ৭২ রানের এক ইনিংস খেলেন৷ ফলে টাকা পাওয়া হয়নি৷ কিন্তু এমন অপরাধ হালকাভাবে নেয়নি দেশটির ক্রিকেট বোর্ড৷ এরপরে ৬ মাসের জন্য নিষিদ্ধ করা হয় গিবসকে৷ নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে এসেছিলেন৷ নিজের হারানো জায়গা ফিরে পেতে খুব বেশিদিন অপেক্ষা করতে হয়নি৷
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট ইতিহাসে সেরা ওপেনারদের একজন ছিলেন হার্শেল গিবস৷ ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অভিজাত ফরম্যাটে করেছেন ৯০ ম্যাচে ৬১৬৭ রান৷ যেখানে সর্বোচ্চ ২২৮৷ একদিনের ক্রিকেটে ২৪৮ ম্যাচে এই ব্যাটার করেছেন ৮০৯৪ রান৷ দুই সংস্করণ মিলে শতক হাকিয়েছেন ৩৫ টি৷
ফিক্সিং কান্ডে জড়িয়ে অনেকে আজীবন নিষিদ্ধ হয়েছে, কেউ অল্প সময়ের জন্য কেউ আবার জেল হেফাজতেও ছিল৷ তবে ভবিষ্যতে এমন কাজ হবে না তা নিশ্চিত করে বলা যে কারও জন্য মুশকিল৷ কিন্তু হার্শেল গিবসের মত কান্ড কতজন করবে বলা তা বলা নিশ্চয়ই কঠিন৷
-নট আউট/এমআরএস