03/15/2025 ত্রিদেশীয় সিরিজ বিশ্বকাপ প্রস্তুতিকেও চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে: বাবর
নট আউট ডেস্ক
৩০ জুন ২০২২ ০০:১১
নট আউট ডেস্ক: চলতি বছর কুড়ি ওভারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার মাটিতে৷ বিশ্বকাপের প্রস্তুতি নিতে বাংলাদেশ খেলবে ত্রিদেশীয় সিরিজ৷ সেখানে বাকি দুইদল নিউজিল্যান্ড ও পাকিস্তান৷ এই সিরিজ বিশ্বকাপ প্রস্তুতিকেও চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে বলে মনে করেন বাবর৷
বাংলাদেশ ও নিউজিল্যান্ড আগেই চূড়ান্ত হলেও অনিশ্চিত ছিল পাকিস্তান৷ পিসিবি প্রধান রাজি হওয়ার পরেই সিরিজের সূচি প্রকাশ করেছে স্বাগতিক দেশটি৷
আসন্ন এই সিরিজ নিয়ে বাবর আজম বলেন, 'আমি খুশি যে, আমরা নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে খেলব। সত্যিই এটা আমাদের অনেক সাহায্য করবে এবং তা শুধু অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মানিয়ে নেওয়াই নয়, আমাদের বিশ্বকাপ প্রস্তুতিকেও চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে।'
'আঙুলের চোটের কারণে নিউজিল্যান্ডে সবশেষ সিরিজে আমি খেলতে পারিনি। ক্রাইস্টচার্চে ভালো দুটি প্রতিপক্ষের বিপক্ষে ক্রিকেট খেলতে আমি মুখিয়ে আছি।'
ত্রিদেশীয় সিরিজের প্রথম দিনই মাঠে নামছে বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদের দলের প্রতিপক্ষ পাকিস্তান।
-নট আউট/এমআরএস