03/13/2025 র্যাঙ্কিংয়ে পেছালেন সাকিব-তামিম, উন্নতি খালেদ-শান্ত-সোহানের
নট আউট ডেস্ক
৩০ জুন ২০২২ ০১:৩৩
নট আউট ডেস্ক: তৃতীয় বারের টেস্ট দলের নেতৃত্বে সাকিব আল হাসান৷ উইন্ডিজে বাংলাদেশের হোয়াইট ওয়াশের পর ব্যক্তিগত র্যাঙ্কিংয়েও পিছিয়ে পড়েছেন তিনি৷
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে তিনে নেমে এসেছেন টাইগার দলপতি। তবে উন্নতি হয়েছে খালেদ আহমেদ, নাজমুল হোসেন শান্ত ও নুরুল হাসান সোহানের৷ আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে মিলেছে এমন তথ্য৷
টেস্ট র্যাঙ্কিংয়ে খালেদের উন্নতি হওয়া ছিল সময়ের ব্যাপার৷ উইন্ডিজ সফরে ক্যারিয়ারে প্রথমবারের মত পেয়েছেন ৫ উইকেট৷ ২১৯ রেটিং পয়েন্ট নিয়ে ডানহাতি এই পেসার রয়েছেন ৮৮তম অবস্থানে৷
সেন্ট লুসিযায় বাংলাদেশ ইনিংস পরাজয়ের হাত থেকে রক্ষা পায় নুরুল হাসান সোহানের দায়িত্বশীল ব্যাটিংয়ে৷ যদিও হার ছিল ১০ উইকেটে৷ ১৪ ধাপ এগিয়ে বর্তমানে সোহানের অবস্থান ৮৪ তম৷
ব্যাট হাতে খুব ভালো ছন্দে না থাকলেও উন্নতি হয়েছে নাজমুল হোসেন শান্তর৷ ১১ ধাপ এগিয়ে বর্তমানে রয়েছেন ৮৮তম স্থানে৷
এছাড়াও এক ধাপ করে পিছিয়েন মুশফিকুর রহিম ও তামিম ইকবাল৷ ব্যাটিংয়ে সাকিব পিছিয়েছেন ৬ ধাপ৷
-নট আউট/এমআরএস