03/14/2025 দলে সুযোগ পেতে মানসিকতা গুরুত্বপূর্ণ, পরিসংখ্যান নয়
নট আউট ডেস্ক
৩০ জুন ২০২২ ০৩:২৯
নট আউট ডেস্ক: হারের বৃত্তে ঘুরপাক খাওয়া ইংল্যান্ড বড় ধরণের পরিবর্তন এনে দারুণভাবেই সফল৷ নতুন অধিনায়ক এবং কোচের অধীনে প্রথম সিরিজেই প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করেছে দলটি৷ বর্তমান দলে সুযোগ পেতে ঘরোয়া ক্রিকেটে সাফল্যের চেয়ে মূখ্য মানসিকতা বলে জানিয়েছেন অধিনায়ক বেন স্টোকস৷
স্টোকস বলেন, ‘আমি বলব, আপনি ব্যাটিং করেন বা বোলিং, কোন মানসিকতা এবং কোন ঢঙে আপনি খেলছেন, সেটাই গুরুত্বপূর্ণ। আপনার পরিসংখ্যান বা অমন কিছু গুরুত্বপূর্ণ নয়। নির্বাচকদের কাছে আপনি কীভাবে খেলছেন, সেটাই প্রথম বিবেচ্য ও সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের পাইপলাইনে যেসকল ক্রিকেটার আছেন, সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সিরিজ তাদের জন্য বড় এক বার্তা। এই সিরিজে যে নতুন এক ইংল্যান্ড দল দেখে গেছে, সেটার সঙ্গে খাপ খাওয়াতে পারলেই কেবল দলের দড়জায় কড়া নাড়তে পারবেন তারা। এমনটা পরিষ্কার করেই বলে দিয়েছেন ইংলিশদের সাদা পোশাকের অধিনায়ক।
স্টোকস বলেন ‘আমার ধারণা, আগামী অন্তত দুই বা তিন বছর ইংল্যান্ডের হয়ে যারা টেস্ট খেলতে চায়, তাদের গত তিন ম্যাচে একটা বার্তা পৌঁছে গেছে। আমি আশা করব, যারা আমাদের দেখেছে, তারা এখন বুঝবে, দলে কড়া নাড়তে হলে এবং ঢুকতে হলে কী করতে হবে।’
-নট আউট/এমআরএস