03/15/2025 পাকিস্তান জুনিয়র লিগে চার মেন্টর পাবেন প্রায় ৭ কোটি টাকা
নট আউট ডেস্ক
২ জুলাই ২০২২ ০৪:৩৩
নট আউট ডেস্ক: দেশের ক্রিকেটের পাইপলাইন আরও মজবুত করতে পাকিস্তান জুনিয়র লিগ চালু করতে যাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড৷ ছয় দল নিয়ে অনুষ্ঠিত হবে এবারের আসর৷ তরুণদের দক্ষ করতে রাখা হবে মেন্টর৷ ইতমধ্যে চারজনের নাম প্রকাশ করা হয়েছে৷ প্রতি মেন্টর দায়িত্ব পালনের কারনে পাবেন ১ কোটি করে টাকা৷
এই জুনিয়র লিগের মেন্টর হিসেবে আছেন কিংবদন্তি জাভেদ মিঁয়াদাদ। আর টিম মেন্টর হিসেবে আছেন শহীদ আফ্রিদি, শোয়েব মালিক ও ড্যারেন স্যামির মতো কিংবদন্তিরা।
জানা গেছে, এই চারজন মেন্টরের প্রত্যেকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছ থেকে ৫০ হাজার ডলার তথা ১ কোটি রুপি করে পাবেন। এছাড়া প্রত্যেকটা দল থেকেও তারা প্রায় সমপরিমাণ অর্থ পাবেন। সব মিলিয়ে চারজন মেন্টর মোট ৭ কোটি রুপি পাবেন মাত্র দুই সপ্তাহের এই ইভেন্ট থেকে।
মেন্টরদের অর্থ প্রদানের বিষয়ে পিসিবি’র মিডিয়া ডিরেক্টর সামি উল হাসান জানিয়েছেন, মেন্টরদের কি পরিমাণ রুপি দেওয়া হবে সেটা মেন্টর ও পিসিবি’র মধ্যে সীমাবদ্ধ থাকবে। এর বেশি কিছু তিনি বলতে চাননি।
খেলোয়াড়দের দক্ষ করার পাশাপাশি মেন্টররা লিগের ভ্যালু বাড়ানোর পাশাপাশি বাণিজ্যিক ভ্যালুও বাড়াবেন। যাতে করে এই লিগের বিষয়ে সাধারণ দর্শকদের আগ্রহ বাড়ে এবং পৃষ্ঠপোষকতাও পাওয়া যায়।
পিজেএল চলাকালীন বিশ্বকাপ শুরু হওয়ায় বিদেশি মেন্টর পাওয়া পাকিস্তান ক্রিকেট বোর্ডের জন্য কিছুটা চ্যালেঞ্জিং ছিল। শেষ পর্যন্ত তারা স্যামিকে চুক্তিবদ্ধ করতে পারে। অন্যদিকে আফ্রিদি ও শোয়েব মালিককে যুক্ত করে তারা।
-নট আউট/এমআরএস