03/14/2025 রাতে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ
নট আউট ডেস্ক
২ জুলাই ২০২২ ২০:০০
নট আউট ডেস্ক: উইন্ডিজ সফরে সাদা পোষাকে আরেকবার তিক্ত অভিজ্ঞতা নিয়ে টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নামছে বাংলাদেশ৷ ২ জুলাই ডমিনিকার উইন্ডসর পার্কে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১ টায় শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি৷
টেস্টে ভরাডুবি হলেও এখন ফরম্যাট ভিন্ন হওয়ায় আশাবাদী টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, ‘দেখুন এটা আলাদা বলের খেলা। সাদা ও লাল বল আলাদা। লাল বলের জিনিসগুলো এক পাশে সরিয়ে রেখে চেষ্টা করছি টি-টোয়েন্টিগুলোর দিকে নজর দিতে।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবমিলিয়ে ১৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলে পাঁচটি জিতেছে বাংলাদেশ। সবশেষ ক্যারিবীয় সফরের তিন ম্যাচের সিরিজ টাইগাররা জিতেছিল ২-১ ব্যবধানে। কিন্তু এই ফরম্যাটে বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম মোটেও আশা জাগানিয়া নয়।
ম্যাচের আগে আত্মবিশ্বাস খুবই প্রয়োজন৷ সেই প্রয়োজনের কাজ টাইগাররা ভালো পারলেও ম্যাচে ঘটে ভিন্ন চিত্র৷ সর্বশেষ কুড়ি ওভারের বিশ্বকাপের সুপার লিগ থেকে এখন পর্যন্ত এই সংস্করণে দশ ম্যাচ খেলেছে রিয়াদের দল৷ যেখানে জয় মাত্র একটিতে৷
-নট আউট/এমআরএস