03/14/2025 উত্তরবঙ্গের বন্যাদুর্গতের জন্য চ্যারিটি ম্যাচ খেলবে বাংলাদেশ চ্যাম্পিয়নরা
নিজস্ব প্রতিবেদক
৩ জুলাই ২০২২ ০৬:১১
নিজস্ব প্রতিবেদক: প্রতি বছরেই তীব্র বন্যায় দূর্বিষহ জীবন অতিবাহিত করে উত্তরের কয়েকটি জেলা৷ এবারও দেখা মিলেছে তেমনি চিত্র৷ বন্যায় কুড়িগ্রাম, লালমনিরহাটের বেশ কয়েকটি উপজেলা হয়েছে প্লাবিত৷ স্থানীয় ব্যক্তিবর্গের পাশাপাশি সামাজিক সংগঠনগুলো নিজেদের মত করে সেসব মানুষের জন্য কাজ করছে৷দিন কয়েক পরে পবিত্র ঈদ-উল-আজহা৷ এই ঈদে বন্যা দূর্গতের সাহায্য করতে চ্যারিটি ম্যাচ খেলবে সর্বশেষ স্কুল ক্রিকেট চ্যাম্পিয়নশিপে শ্রেষ্ঠত্ব অর্জন করা রংপুর শিশু নিকেতন৷
আস্থা স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গ্রহন করেছে এমন ব্যতিক্রমী পরিকল্পনা৷ এই ম্যাচ থেকে সংগৃহীত অর্থ বনভাসী মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে বিতরণ করা হবে জানানো হয়েছে৷
রংপুর জিলা স্কুল মাঠে ৩ জুলাই (রবিবার) বিকাল চারটায় শুরু হবে এই ম্যাচ৷ আয়োজকদের বিশ্বাস এই আয়োজনে সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে কষ্টে থাকা মানুষদের মুখে হাসি ফোঁটাতে সাহায্য করবে৷
-নট আউট/এমআরএস