03/13/2025 লজ্জার আগে প্রাপ্তি
মশিউর রহমান শাওন
৩ জুলাই ২০২২ ২১:৫৪
মশিউর রহমান শাওন: এজবাস্টন টেস্টে ঋষভ পন্ত, রবীন্দ্র জাদেজার লড়াই যেমন ছড়িয়েছে মুগ্ধতা ঠিক তেমনি কিংবা তার থেকেও বেশি আলোচনায় ইনিংসের ৮৪তম ওভার৷ যেখানে ভারতীয় নয়া কাপ্তান ব্যাট হাতে দেখিয়েছেন ঝলক, ভেঙেছেন উইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারার ২৮ রান নেওয়ার রেকর্ড৷ ক্রিকেটের রেকর্ড বুকে যখন বুমরাহ তখন লজ্জার সংগ্রহশালায় আরেকবার স্ট্রুয়ার্ড ব্রড৷ এক ওভারে ৩৫ রান খরচে চাপা পড়েছে এই বোলারের অনন্য এক কীর্তি৷ অথচ সেই ওভারের আগে নিজের করা ১৮ ওভারে দিয়েছিলেন ৫৪ রান৷
স্বীকৃত টেস্ট শুরুর পর এখন পর্যন্ত যে কয়েকজন বোলার ৫৫০ কিংবা এর বেশি উইকেট পেয়েছে তাদের মধ্যে একজন হলেন ব্রড৷ নির্দিষ্ট করে বললে এজবাস্টনে ভারত-ইংল্যান্ড মহারণ শুরুর আগে এই তালিকায় ৫ জন বোলার ছিল যাদের ক্যারিয়ারের রয়েছে এমন কীর্তি৷ গতকাল ইনিংসের ৮০ তম মোহাম্মদ শামির উইকেট নিয়ে নিজেকে সেই কাতারে ৬ষ্ঠ ক্রিকেটার হিসেবে যুক্ত করেছেন এই ডান হাতি ফাস্ট বোলার৷
শামিকে আউট হয়ে যখন মাঠ ছাড়ছিলেন তখন মাঠের বড় স্ক্রিনে যখন দেখানো হচ্ছিলো ব্রডের প্রাপ্তি৷ নামের পাশে বড় অক্ষরে লেখা ৫৫০ উইকেট তখন পুরো গ্যালারি জুড়ে চলেছিল করতালির ফোয়ারা৷ এরপর সব সুখ যেন হারিয়েছে গেল অল্প সময়ের ব্যবধানে৷ ব্রড চিন্তা করতে পারে এটি ছিল নিছক স্বপ্ন৷ তবে ক্রিকেট বলেই সব সম্ভব, ক্রিকেট যে বড্ড অনিশ্চয়তার৷
২০০৭ সালে সাদা পোষাকে অভিষেক হওয়া ব্রড এখন পর্যন্ত খেলেছেন ১৫৬ টেস্ট৷ ক্যারিয়ারে সেরা বোলিং ফিগার ১৫ রানে ৮ উইকেট৷ পাঁচ উইকেটে পেয়েছেন ১৯ বার, দশ উইকেট ৩ বার৷
-নট আউট/এমআরএস