03/15/2025 ব্যাটিংয়ে ছন্দহীন, নেতৃত্বে মলিন
মশিউর রহমান শাওন
৪ জুলাই ২০২২ ০৩:৪৪
মশিউর রহমান শাওন: সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদউল্লাহ রিয়াদের নিবেদন নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই৷ দলের প্রয়োজনে দীর্ঘ সময় ধরেই লড়াই করে যাচ্ছেন বাইশ গজে৷ তবে গত কয়েক ম্যাচ ধরে এ লড়াই যেন একান্তই নিজের জন্য৷ অনুশীলনে আত্মবিশ্বাসী হলেও ম্যাচে ফলাফল শূন্য৷ সাদা পোষাককে বিদায় বলেছেন, রঙিন পোষাকেও ছন্নছাড়া৷ বিশেষ করে যে সংস্করণে নেতৃত্ব দিচ্ছেন দলকে সেখানেই ব্যক্তিগত ইনিংস সমৃদ্ধ করতে ব্যর্থ সম্পূর্ণভাবে৷ শুধু তাই নয়৷ বাস্তবতা বলছে নেতৃত্বেও মিলছে না দলীয় সফলতা৷
প্রথমে আলোচনা করা যাক রিয়াদের ব্যাটিং নিয়ে৷ টি-টোয়েন্টিতে সবশেষ দশ ইনিংসে রিয়াদের রান হলো- ১৯, ৩১, ৩, ১৬, ৬, ১২, ১৩, ১০,২১,৮৷ এই সংখ্যাগুলোর যোগফল ১৩৯৷ অর্থাৎ দশ ম্যাচে রিয়াদের সংগ্রহ ১৩৯৷ গড়ে প্রায় ১৪৷ এই সময়ে তিনি বল মোকাবেলা করেছেন ১৪৯ বল৷ স্ট্রাইক রেটের অবস্থা কতটা শোচনীয় তা আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না ৷ এছাড়াও মাত্র তিন ম্যাচে বলের চেয়ে রান করেছেন বেশি৷ সেটি যে খুব বেশি এমনটিও নয়৷
উইন্ডিজ সফরে প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে পরিত্যাক্ত হলেও ব্যাট করার সুযোগ হয়েছিল সফরকারীদের৷ প্রথমে ১৬ ওভারের ম্যাচ হলেও আরেক দফায় বৃষ্টি বাঁধায় তা কমিয়ে করা হয় ১৪ ওভার৷ রিয়াদ ১৩ বলে করেছেন মাত্র ৮ রান৷ একজন নেতার এমন পারফর্মেন্সে দেশের ক্রিকেট পাগল মানুষেরা হতাশ নয়, হয়ে যাবেন হতবাক৷
নেতার ব্যাটিংয়ের সামান্য আলোচনা শেষে মিলিয়ে ধরা যাক নেতৃত্বের খাতা৷ গতবছরের কুড়ি ওভারের বিশ্বকাপে সুপার লিগের পাঁচ ম্যাচেই পরাজিত বাংলাদেশ দেশে ফিরে পাকিস্তান সিরিজে ঘুচতে চেয়েছিল লজ্জা৷ তবে হয়েছে উল্টো৷ ঘরের মাঠে হারের ব্যবধান ৩-০৷ এরপর আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে জয়ের মুখ দেখেছিল একটিতে৷ অর্থাৎ শেষ দশ ম্যাচে প্রাপ্তি বলতে শুধুই এক জয়৷ দশ শতাংশ জয়ের বিপরীতে পরাজয়ের হার ৯০ শতাংশ৷
বাংলাদেশের ব্যাটারদের মধ্যে এই সংস্করণে সবচেয়ে বেশি রানের মালিক অবশ্য রিয়াদ৷ আগেই বলা হয়েছিল উইন্ডিজ সফর থেকে শুরু হবে টাইগারদের অস্ট্রেলিয়া বিশ্বকাপের প্রস্তুতি৷ এই প্রস্তুতিতে যদি রান করতে না পারেন নেতৃত্বের দায়িত্বে থাকা রিয়াদ, কিংবা ম্যাচ নিজেদের করতে না পারেন নেতৃত্ব গুণে তাহলে নিশ্চিতভাবে চাপে পড়বে পুরো দল৷ তেমনটি কখনোই কাম্য নয়৷
-নট আউট/এমআরএস