03/14/2025 বেয়ারস্টো ইন, কোহলি আউট
নট আউট ডেস্ক
৭ জুলাই ২০২২ ০৮:২৫
নট আউট ডেস্ক: দিন কয়েক আগে কুড়ি ওভারের ক্রিকেটে রাজত্ব হারিয়েছিল ভারতীয় তারকা বিরাট কোহলি৷ ধারাবাহিক খারাপ সময়ে এবার টেস্ট ক্রিকেটেও সেরা দশের বাইরে চলে গেলেন এই ডানহাতি ব্যাটার৷ কোহলির এমন দিনে দীর্ঘসময় পর আবারও সেরা দশে জায়গা পেলেন দারুণ ফর্মে থাকা জনি বেয়ারস্টো৷
শেষ ৫ ইনিংসে বেয়ারস্টো করেছেন চার শতক৷ কোহলি গত ১৮ মাসে যতরান করেছেন তা ২৫ দিনে করেছেন জনি৷ স্বাভাবিকভাবে রদবদল আসবে তালিকায়৷
র্যাংকিংয়ে ১১ ধাপ এগিয়ে বর্তমানে দশম স্থানে বেয়ারস্টো৷ ২০১৮ সালের পর প্রথমবার সেরা দশে তিনি। অপরদিকে ৩ ধাপ পিছিয়ে কোহলি ১৩ নম্বরে৷
নিউ জিল্যান্ড সিরিজের আগে বেয়ারস্টো ৫৪১ রেটিং পয়েন্ট নিয়ে ছিলেন ৪৭তম। চার ম্যাচ পর ৪ সেঞ্চুরিতে নাটকীয় পরিবর্তন৷
-নট আউট/এমআরএস