03/13/2025 দ্বিতীয় টেস্টের আগে করোনা আক্রান্ত লঙ্কান ৩ ক্রিকেটার
নট আউট ডেস্ক
৭ জুলাই ২০২২ ২৩:৪১
নট আউট ডেস্ক: প্রথম টেস্টে দশ উইকেটে হারের পর স্বাগতিক শ্রীলংকা যখন নিজেদের তৈরী করতে ব্যস্ত তখনি খারাপ সময় বিরাজ করছে দলের মাঝে৷ দ্বিতীয় টেস্টের আগে কোভিড পজিটিভ হয়েছে আরও তিন ক্রিকেটার৷ এর আগে প্রথম টেস্ট চলাকালীন করোনা ভাইরাসে আক্রান্ত হন অ্যাঞ্জেলো ম্যাথুস৷
করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারনে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন ধনঞ্জয়া ডি সিলভা, আসিথা ফার্নান্দো ও জেফ্রি ভ্যান্ডারস৷
দেশটির এক গণমাধ্যম জানিয়েছে, তিন ক্রিকেটার অসুস্থবোধ করায় পুরো দলের করোনা টেস্ট করা হয়। বুধবার রিপোর্টে তাদের পজিটিভ আসে। এনিয়ে শ্রীলঙ্কার ক্যাম্পে করোনা থাবা বসালো পাঁচ জনের শরীরে।
-নট আউট/এমআরএস