03/14/2025 এবার কোহলির রেকর্ড ভাঙলেন রোহিত
নট আউট ডেস্ক
৮ জুলাই ২০২২ ২১:০২
নট আউট ডেস্ক: অধিনায়ক হিসেবে দ্রুত সময়ে কুড়ি ওভারে ক্রিকেটে এক হাজার রানের রেকর্ডে কোহলিকে পেছনে ফেললেন রোহিত শর্মা৷ ২০২০ সালের জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি–টোয়েন্টিতে ৩০তম ইনিংসে অধিনায়ক হিসেবে দ্রুততম ১০০০ রানের রেকর্ড গড়েন কোহলি৷ গতকাল ইংল্যান্ডের বিপক্ষে খেলার সময় ২৯তম ইনিংসে সেই কীর্তি গড়েন রোহিত৷
রোহিত এখন টি–টোয়েন্টিতে ভারতের অধিনায়কদের মধ্যে ১০০০ রানের মাইলফলক ছোঁয়ায় দ্রুততম। তবে সব দেশ মিলিয়ে দ্বিতীয় দ্রুততম, যেহেতু নিজের ২৬তম ইনিংসে মাইলফলকটির দেখা পেয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর।
সাউদাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে কাল টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৫০ রানে জিতেছে ভারত। এ ম্যাচ দিয়ে প্রায় তিন মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন রোহিত শর্মা।
গত নভেম্বরে পূর্ণ মেয়াদে ভারতের টি–টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব পান রোহিত। পূর্ণ মেয়াদে অধিনায়ক হিসেবে টি–টোয়েন্টিতে এখনো কোনো ম্যাচ হারেননি তিনি। অধিনায়ক রোহিতের হাত ধরে কাল এ সংস্করণে টানা ১৩তম জয় তুলে নেয় ভারত।
-নট আউট/এমআরএস