03/13/2025 'বাজবল' খ্যতি পছন্দ করছেন না ম্যাককালাম!
নট আউট ডেস্ক
৯ জুলাই ২০২২ ১৯:৪৬
নট আউট ডেস্কঃ ইংল্যান্ড টেস্ট দলের বদলে যাওয়ার কারিগর হিসেবে সবার প্রথমে আসছে প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালামের নাম। বেন স্টোকস ও ব্রেন্ডন ম্যাককালাম দায়িত্ব নেওয়ার আগে যেখানে ১৭ ম্যাচে জয় ছিল মাত্র একটি সেখানে শেষ চার ম্যাচে জয় চারটিতেই। নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর ভারতের বিপক্ষে রেকর্ড করে জয়। এমন কীর্তিতে ইংল্যান্ড দলের খেলার ধরণকে তকমা দেওয়া হয়েছে বাজবল নামে। তবে এটি মোটেও পছন্দ করছেন না প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম।
তিনি স্পষ্ট বলেছেন, 'যে কারণে লোকেরা আমাদের বাজবলের নাম দিচ্ছে তা আমি পছন্দ করি না। '
ব্রেন্ডন ম্যাককালাম আরও বলেন, 'নিউজিল্যান্ড এবং ভারত দারুণ দল। অ্যাশেজের প্রতিদ্বন্দ্বিতা ভিন্ন হওয়ায় অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জ ভিন্ন। আমি নিশ্চিত ইংল্যান্ডের খেলোয়াড়রা এই মনোভাব বজায় রাখবে। যে কারণে লোকেরা আমাদের বাজবলের নাম দিচ্ছে তা আমি পছন্দ করি না। খেলোয়াড়রা তাদের পারফরম্যান্সের জন্য অনেক কঠোর পরিশ্রম করেছে এবং এর পিছনে অনেক গভীর চিন্তাভাবনা আছে। তারা চাপটা সুন্দরভাবে সামলাতে পেরেছে। '
অজি তারকা স্টিভ স্মিথ ইংল্যান্ডের আক্রমণাত্মক মানসিকতাকে 'উত্তেজনাপূর্ণ' হিসেবে বর্ণনা করেছেন। তবে আগামী অ্যাশেজ পর্যন্ত পরিস্থিতি এমন থাকবে না বলেই তিনি মনে করেন। এসব বক্তব্যের প্রেক্ষিতে এবার ম্যাককালাম বলেছেন, 'আমি বাজবল নিয়ে অনেক বক্তব্য দেখেছি। জানি অ্যাশেজ সিরিজ খুবই চ্যালেঞ্জিং হবে এবং আমাদের পদ্ধতিকে চ্যালেঞ্জ করা হবে। কিন্তু আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত। খেলার অর্থ হচ্ছে ক্রমাগত নিজের পারফরম্যান্সের উন্নতি করা এবং সেরাদের বিপক্ষে সেরা খেলা। '
-নট আউট/এমআরএস