03/14/2025 টি-টোয়েন্টিতে নিরাপদ ক্রিকেট খেলে ভাল করা কঠিন: ফাহিম
নট আউট ডেস্ক
৯ জুলাই ২০২২ ২১:১৯
নট আউট ডেস্ক: চলমান উইন্ডিজ সিরিজে টি-টোয়েন্টিতে বেহাল দশা বাংলাদেশ ক্রিকেট দলে৷ তিন ম্যাচে একমাত্র সাকিব আল হাসান ব্যক্তিগত সংগ্রহকে তিন সংখ্যায় নিয়েছেন৷ বোলিংয়েও সেভাবে সফল হয়নি কেউ৷ এমন অবস্থায় দলের পরিকল্পনায় ভুল দেখছেন ক্রিকেটারদের অন্যতম অস্থার নাম নাজমুল আবেদিন ফাহিম৷
একটি সংবাদমাধ্যমে এই কোচ বলেন, বাংলাদেশ এমন এক কৌশল ও লক্ষ্য- পরিকল্পনায় টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যাটিং করছে, যা দিয়ে কোনোভাবেই এ ফরম্যাটে ভাল খেলা বা সফল হওয়া সম্ভব নয়।
তিনি আরও যোগ করেন, টি-টোয়েন্টি ফরম্যাটে নিরাপদ ক্রিকেট খেলে ভাল করা কঠিন। এখানে একটু ঝুঁকি নিয়ে খেলার বিকল্প নেই। বিশেষ করে পাওয়ার প্লে’তে তেড়েফুঁড়ে ওভার দ্য টপ খেলে রান গতি বাড়াতে ঝুঁকি নিতেই হয়; কিন্তু আমাদের টপ অর্ডাররা সে পথে হাঁটছে না। এমনকি মিডল ও লেট অর্ডারদেরও দেখছি রয়ে-সয়ে ধীরে সুস্থ্যে খেলার চেষ্টা করছে। তা করলে হবে না। হচ্ছেও না। তাই আমার মনে হয় আমরা যে অ্যাপ্রোচে টি-টোয়েন্টি ক্রিকেট খেলছি, সেটাই ভুল।’
গেল কুড়ি ওভারের বিশ্বকাপ থেকে বড্ড মলিন টাইগার্সদের ব্যক্তিগত এবং দলীয় পারফর্মেন্স৷ চলতি বছর রয়েছে আরও একটি বিশ্বকাপ৷ সেখানে বাংলাদেশ কতটা ভালো করবে তা সময়ে বলবে৷
-নট আউট/এমআরএস