03/13/2025 ইকোনমি রেটে সবার সেরা বাংলাদেশ
নট আউট ডেস্ক
১২ জুলাই ২০২২ ২০:৫৩
নট আউট ডেস্ক: ওডিআই ফরম্যাট মানেই বদলে যাওয়া এক বাংলাদেশ৷ যোগ হয় প্রাপ্তির সাথে প্রশান্তি৷ টেস্ট এবং টি-টোয়েন্টিতে টানা হারের পর সাকিব-মুশফিক ছাড়াও উইন্ডিজের বিপক্ষে ৬ উইকেটে জয় টাইগার্স সদস্যদের লড়াকু মানসিকতা জানান দেয়৷ এমন সফলতার নেপথ্যে রয়েছে ম্যাচে বল হাতে মাঝের ওভারগুলোতে বোলারদের কম রান খরচের সক্ষমতা৷
বিপক্ষ দল কম রান করলে তা স্বাভাবিকভাবেই ব্যাটারদের জন্য স্বস্তির৷ যেই স্বস্তি এনে দেওয়ার কাজ ভালোমতই করছে দেশের বোলাররা৷ খুব একটা বড় সংগ্রহ করতে পারছে না টাইগার্স বোলারদের বোলিংয়ে৷
পরিসংখ্যান বলছে ২০১৯ সাল থেকে ওয়ানডে ক্রিকেটের ১১-৪০ ওভারের মধ্যে বাংলাদেশের দলের ইকোনমি রেট মাত্র ৪.৫৭, বর্তমান টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সবার উপরে বাংলাদেশ৷
ইকোনমি রেটে দ্বিতীয় অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল৷ তারা ওভার প্রতি খরচ করেছে ৪.৬৪ রান, আফগানিস্তান (৪.৬৬), শ্রীলঙ্কা (৫.১৩) ও ওয়েস্ট ইন্ডিজ (৫.১৬) আছে বাংলাদেশের পরেই।
ম্যাচের এ সময় খরুচে দলগুলোর মধ্যে আছে ইংল্যান্ড (৫.১৭), দক্ষিণ আফ্রিকা (৫.১৭), অস্ট্রেলিয়া (৫.২৫), পাকিস্তান (৫.৬৮) ও ভারত (৫.৭৭)।
চলমান সুপার লিগে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়৷ এমন সাফল্যের নেপথ্যে বড় অবদান অবশ্যই বোলারদের৷ ১৮ ম্যাচে ১২ জয় এবং ৬ হারে ১২০ পয়েন্ট বাংলাদেশের৷ সমান সংখ্যক ম্যাচ খেলে ৫ পরাজয় এবং ১ ড্রতে ১২৫ পয়েন্ট নিয়ে সবার উপরে ইংল্যান্ড৷
-নট আউট/এমআরএস