03/13/2025 এক পরিবর্তন নিয়ে বোলিংয়ে বাংলাদেশ
নট আউট ডেস্ক
১৪ জুলাই ২০২২ ০৫:২৫
নট আউট ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেও টস জিতলেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। আর টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক। এই ম্যাচ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ।
সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। যেখানে বিশ্রাম দেওয়া হয়েছে পেসার তাসকিন আহমেদকে। তার পরিবর্তে দলে ফিরেছেন মোসাদ্দেক সৈকত। অপরদিকে সিরিজ বাঁচাতে দুই পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। অ্যান্ডারসন ফিলিপ ও জেডন সিলসের জায়গায় দলে এসেছেন কিমো পল এবং আলজারি জোসেফ।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ : নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ, রোভম্যান পাওয়েল, শামার ব্রুকস, ব্রেন্ডন কিং, কাইল মায়ার্স, রোমারিও শেফার্ড, কিমো পল, গুড়াকেশ মোটি, আলজারি জোসেফ ও আকিল হোসেন।
-নট আউট/এমজেএ/টিএ