03/14/2025 আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা তামিমের!
নট আউট ডেস্ক
১৭ জুলাই ২০২২ ১৭:৫৮
নট আউট ডেস্ক: গায়ানায় তৃতীয় ম্যাচ জিতে যখন বিজয়ের উল্লাস, বাইশ গজের লড়াকু মানুষগুলোর মত ঘুম বিসর্জন দিয়ে রাত জেগে খেলা দেখা মানুষগুলোর মুখে প্রাপ্তির হাসি৷ টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজ হোয়াইটওয়াশের পর ওয়ানডেতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করতে পারা অবশ্যই বাড়তি আনন্দের৷ তবে অনেকের আনন্দে অনেকটা ভাটা পরেছে অধিনায়ক তামিমের ইকবালের এক ফেসবুক পোস্টে৷ আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এই ড্যাশিং ওপেনার৷
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে।
দেশের হয়ে ৭৮ টি-টোয়েন্টিতে ২৪ দশমিক ১ গড় এবং ১১৭ স্ট্রাইকরেটে ১ হাজার ৭৫৮ রান করেছেন তামিম। দেশের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরিয়ানও তিনি।
২০২০ সালের মার্চের পর আর এ ফরম্যাটে দেখা যায়নি তামিমকে। গেল বছর সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপেও খেলেননি। এরপর মাঝে ছয় মাস স্বেচ্ছায় বিরতিতে ছিলেন। এরইমধ্যে হঠাৎ দিলেন বিদায়ের ঘোষণা।
-নট আউট/এমআরএস