03/14/2025 তামিমের শুরু থেকে শেষ
মশিউর রহমান শাওন
১৭ জুলাই ২০২২ ১৯:২৪
মশিউর রহমান শাওন: ২০০৭ সালের ১ সেপ্টেম্বর, বাংলাদেশ জাতীয় দলের হয়ে কুড়ি ওভারের ক্রিকেটে যাত্রা শুরু হয়েছিল তামিম ইকবালের৷ আন্তর্জাতিক পর্যায়ে সে যাত্রা থেমেছিল ৯ মার্চ ২০২০৷ এরপর আলোচনা, সমালোচনা, ভক্তদের অপেক্ষা, অতপর ১৭ জুলাই বিষণ্ণ এক ফেসবুক পোস্ট৷ যে পোস্টে নিজেকে মুক্ত করে নিয়ে অপেক্ষার প্রহর আর বাড়ায়নি খাঁন বংশের ছেলে৷ ১৩ বছরের আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে ক্যারিয়ারকে বিদায় বললেন ৩৩ বছর বয়সে৷
২০০৭ সালে অভিষেক ম্যাচে কেনিয়ার বিপক্ষে তামিমের ব্যক্তিগত ইনিংস ছিল ১১ রানের৷ সর্বশেষ খেলা ম্যাচে এই ওপেনার জিম্বাবুয়ের বিপক্ষে করেছিলেন ৪১ রান৷ সবমিলে খেলেছেন ৭৮ ম্যাচ৷
ক্যারিয়িরে ২৪ এর সামান্য বেশি গড় এবং ১১৭ স্ট্রাইকরেটে করেছেন ১৭৫৮ রান৷ ক্যারিয়ারে অর্ধশতক রয়েছে ৭টি৷ শতক নামক সোনার হরিণের স্বাদ পাওয়া খেলোয়াড়দের মধ্যে একজন তামিম৷ বাংলাদেশ ইতিহাসে প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র ব্যাটারও তিনি যার সংগ্রববুকে রয়েছে টি-টোয়েন্টি শতক৷ এই সংস্করণে ব্যক্তিগত সর্বোচ্চ অপরাজিত ১০৩ রান৷
ঘরের থেকে পরের মাঠে টি-টোয়েন্টিতে তামিম বেশিই সফল৷ ২০১১-২০২০ এসময়ে তামিম নিজ দেশে ২৬ ম্যাচে ১৮. ৭৬ গড়ে করেছেন ৪৬৯ রান৷ স্ট্রাইকরেট প্রায় ১১১৷ এই পরিসংখ্যানে ব্যক্তিগত সর্বোচ্চ ৮৮ রান৷ অপরদিকে বিদেশের মাটিতে ২০০৭-২০২০ এসময়ে ২৭ ম্যাচে সংগ্রহ ৬৭২ রান৷ সর্বোচ্চ রানের ইনিংস ৬৯৷ গড় প্রায় ২৭, স্ট্রাইকরেট ১১৮.৫১৷
২০০৭-২০১৬ বৈশ্বিক আসরে খেলা ২৩ ম্যাচে তামিমের সংগ্রহ ৫১৪ রান৷ ১৪৩.১৬ স্ট্রাইকরেটে গড় প্রায় ২৫৷ ব্যক্তিগত সর্বোচ্চ অপরাজিত ১০৩ রান৷
নিজের খেলা ৭৮ ম্যাচের মধ্যে ৭৪ ম্যাচে ইনিংস শুরু করেছেন তামিম ইকবাল৷ বাকি চার ম্যাচে খেলেছেন অন্য পজিশনে৷ ঐ চার ম্যাচে তামিমের ব্যক্তিগত সর্বোচ্চ ৭৪ রান৷ ১২৯ স্ট্রাইকরেটে প্রায় ৩৬ গড়ে করেছেন ১৪৩ রান৷
তামিমের খেলা ম্যাচে বাংলাদেশ দল টি-টোয়েন্টিতে জয় পেয়েছে ২৪টি৷ জয়ের পেছনে তামিমের বড় অবদান ছিল ব্যাট হাতে৷ এসময়ে তামিম রান করেছেন ৮২৬৷ যেখানে গড় প্রায় ৪০৷ পরাজিত ৫২ ম্যাচে তামিম খুব একটা ভালো করতে পারেনি৷ ১৭.১৩ গড়ে করেছেন ৮৭৪ রান৷
ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করে তামিম ৩৫ ম্যাচে ২৭.৮৭ গড়ে করেছেন ৮৯২ রান৷ দ্বিতীয় ইনিংসে ব্যাট করে ৪৩ ম্যাচে ২১.১২ গড়ে সংগ্রহ ৮৬৬ রান৷
তামিমের প্রথম ওপেনিং সঙ্গী ছিলেন জুনায়েদ সিদ্দিকি এবং সর্বশেষ লিটন দাস৷ তবে তামিম সবচেয়ে বেশিবার ইনিংস শুরু করেছেন সৌম্য সরকারকে নিয়ে৷ ২২ ম্যাচে দুজনে মিলে করেছেন ৪৭২ রান৷ তামিম ২০১২ সালে উইন্ডিজের বিপক্ষে মিরপুরে মাহমুদউল্লাহ রিয়াদের সাথে ১৩২ রানের জুটি বেঁধেছিলেন৷ যা ছিল যে কোন ব্যাটারের সাথে এক ইনিংসে তামিমের সর্বোচ্চ৷
-নট আউট/এমআরএস