03/14/2025 চার বছরে ১৪৪ আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ
নট আউট ডেস্ক
১৯ জুলাই ২০২২ ০০:০৮
নট আউট ডেস্ক: আগামী চার বছরে দুই টেস্ট চ্যাম্পিয়নশিপের দু'টি আসরে বাংলাদেশ ৩৪টি টেস্ট ম্যাচ খেলবে৷ এছাড়াও এই সময়ে ৫৯টি ওডিআই ও ৫১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দলটি৷ ক্রিকইনফোর এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য৷
ক্রিকইনফোর দাবি, ২০২৩ থেকে ২০২৭ সাল-আইসিসির পরবর্তী দুই টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে সবচেয়ে বেশি টেস্ট খেলবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ইংল্যান্ড খেলবে ৪২ ম্যাচ, অস্ট্রেলিয়া ৪১টি। তৃতীয় সর্বোচ্চ ৩৮ ম্যাচ খেলবে ভারত। চতুর্থ সর্বোচ্চ ৩৪টি ম্যাচ খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ ক্রিকেট দল ৩৪ টেস্টের মধ্যে ঘরের মাঠে তিনটি, বিদেশের মাটিতে তিনটি। ঘরের মাঠে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকার বিপক্ষে। আর বিদেশের মাটিতে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
২০২৫ থেকে ২০২৭ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপেও ছয়টি সিরিজ খেলবে বাংলাদেশ। সেখানে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানকে আথিতেয়তা দেবে বাংলাদেশ। আর অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা সফর করবে টাইগাররা। ২০০৩ সালের পর অস্ট্রেলিয়া দল সফর করবে বাংলাদেশ।
-নট আউট/এমআরএস