03/13/2025 আমরা দ্রুত উইকেট বোঝার চেষ্টা করেছিলাম
নট আউট ডেস্ক
১৯ জুলাই ২০২২ ০৫:৫২
নট আউট ডেস্কঃ বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়ে হতাশা প্রকাশ করেছে স্বাগতিক অধিনায়ক নিকোলাস পুরান। এছাড়াও লক্ষ্য বেঁধে দেওয়ার চেয়ে দ্রুত উইকেট বোঝার চেষ্ঠা করেছেন বলে জানান ক্যারিবীয় অধিনায়ক।
গায়ানার উইকেটে রান করা প্রসঙ্গে নিকোলাস পুরান বলেন, উইকেট থেকে আমরা কোনোরকম সহায়তা পাইনি। দলে কারা খেলেছে সেটা গুরুত্বপূর্ণ নয়, একটা দল হিসেবেই আমরা হতাশ এমন উইকেট পেয়ে। এখানে আমরা সব সময় ব্যাটিং সহায়ক উইকেটে খেলি এবং দারুণ করি। শুধু ব্যাটিং উইকেটে নয়, যেকোনো ভালো উইকেটেই আমরা দারুণ করি।
তিনি আরও বলেন, আমরা শুধু ৫০ ওভার ব্যাটিং করতে চেয়েছি। এটাই আমাদের মূল পরিকল্পনা ছিল। সত্যি বলতে আমরা প্রতিপক্ষকে কত রানের লক্ষ্য বেঁধে দেব এমন ভাবনা নিয়ে ব্যাটিং করিনি। আমরা দ্রুত উইকেটটা বোঝার চেষ্টা করছি। আমাদের মূল লক্ষ্যই ছিল ৫০ ওভার পর্যন্ত টিকে থেকে। তবু তৃতীয় ওয়ানডেতে ১ ওভার বাকি থাকতেই অলআউট হয়েছি।
গায়ানার উইকেট মূলত উপমহাদেশের উইকেটের মতই আচরণ করে। এখানে টস সবসময় গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ কাজেই তিনবারই সফল বাংলাদেশ। অধিনায়ক তামিম আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে অল্প রানে প্রতিপক্ষকে বেঁধে ফেলে রান তাড়া করে ম্যাচ জিতেছেন। কোনো ম্যাচেই দুইশ ছুঁতে পারেনি ক্যারিবীয়রা।
-নট আউট/এমআরএস