03/14/2025 ঠাসা সূচিতে ফর্ম হারাচ্ছে ক্রিকেটাররা!
নট আউট ডেস্ক
১৯ জুলাই ২০২২ ১৯:৩২
নট আউট ডেস্কঃ বর্তমান ক্রিকেট বিশ্বে সবচেয়ে বড় আলোচনায় বেন স্টোকসের অবসর ইস্যু। গতকাল এক টুইট বার্তায় নিজের অবসরের কথা জানানো পর সাবেক থেকে বর্তমান অনেকেই নিজের প্রতিক্রিয়া শেয়ার করছেন বিভিন্ন মাধ্যমে। তেমনি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার মাইকেল আথারটনের মতে টানা খেলার কারনে ফর্ম হারাচ্ছে ক্রিকেটাররা।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসে আথারটনের লেখা কলামের এক অংশে দেখা যায় স্টোকসের অবসর ইস্যুতে বিরাট কোহলি ও কেন উইলিয়ামসনের ফর্ম নিয়ে লিখেছেন আথারটন।
আথারটন লিখেছেন, বিরাট কোহলি সেঞ্চুরি পাচ্ছেন না ২০১৯ সাল থেকে। এদিকে আইপিএল ও ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ মিলিয়ে নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসনের ফর্মও পড়তির দিকে। মূলত ঠাসা সূচিতে তিন সংস্করণে খেলার কারনে বেশ কিছু তারকা ক্রিকেটারের ফর্ম পড়ে গেছে। চারিদিকে এমন অবস্থা দেখেই হয়তো স্টোকস নিজের ক্যারিয়ারে এমন এক সিদ্ধান্ত নিয়ে ফেললেন।
বেন স্টোকসের এমন সিদ্ধান্তে ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যত অন্ধকার দেখছেন ভারতের সাবেক স্পিনার প্রজ্ঞান ওঝা।
ওঝার মতে, আমরা টেস্ট ক্রিকেটের ভবিষ্যত নিয়ে চিন্তিত ছিলাম। তবে এখন মনে হচ্ছে ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যত অন্ধকার। কেননা স্টোকসের মত তারকা যদি এই সময়ে অবসরে যায় তাহলে সামনের দিকে আরও অনেকেই একই সিদ্ধান্ত নিতে পারে।
-নট আউট/এমআরএস