03/14/2025 আবারও ভারত যাচ্ছেন সাইফউদ্দিন
নট আউট ডেস্ক
২০ জুলাই ২০২২ ০৬:০১
নট আউট ডেস্কঃ বাংলাদেশের ক্রিকেটে পেস বোলিং অলরাউন্ডারের জায়গা ধরে আছেন মোহাম্মদ সাইফউদ্দিন। তবে গত কয়েকমাস ধরেই নেই জাতীয় দলের সঙ্গে। এর নেপথ্যে মূলত পিঠের চোট। চলতি মাসের শুরুর দিকে ভারতে চিকিৎসা নিতে গিয়েছিলেন এই অলরাউন্ডার। আবারও আগামী ২৪ জূলাই ডাক্তারের পরামর্শ নিতে ভারতের দিল্লি যাওয়ার কথা রয়েছে তার।
ভারত যাওয়া প্রসঙ্গে সাইফউদ্দিন বলেন, '২৪ তারিখ যাবো। সেখানে সপ্তাহখানেক থাকা লাগবে। শীঘ্রই মাঠে ফিরতে পারবো ইনশাল্লাহ'।
গত বছরের অক্টোবরে টি ২০ বিশ্বকাপ থেকে পিঠের চোটের কারণে ছিটকে যান তিনি। খেলতে পারেননি বিপিএলেও। ঢাকা লিগ দিয়ে ফেরেন। ১৪ ম্যাচে ২২ উইকেট নিয়ে চতুর্থ স্থানে ছিলেন এই অলরাউন্ডার। দেশি পেসারদের মধ্যে শীর্ষে। এরপর তাকে ডাকা হয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে। কিন্তু ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় ভেস্তে যায় তার ক্যারিবীয় সফর।
ইনজুরি থেকে এখনও পুরোপুরি সুস্থ না হওয়ায় আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষেও দলে সুযোগ হচ্ছে না সাইফউদ্দিনের। তবে দেখা যেতে পারে শ্রীলংকার আয়োজনে সংযুক্ত আরব আমিরাতে এবারের এশিয়া কাপে।
-নট আউট/এমআরএস