03/14/2025 ক্রিকেটাররা গাড়ি নয়, মনে করিয়ে দিলেন স্টোকস
নট আউট ডেস্ক
২০ জুলাই ২০২২ ১৮:২৬
নট আউট ডেস্ক: ক্রিকেটের তিন সংস্করণে টানা ম্যাচের ধকল সামলাতে না পেরেই যে ওয়ানডে ক্রিকেটকে বিদায় বললেন ইংল্যান্ড তারকা বেন স্টেকস তা এখন দিবালোকের মত পরিস্কার৷ এই সংস্করণে শেষ ম্যাচ খেলার আগে সূচি নিয়ে প্রকাশ করেছে ক্ষোভ, মনে করে দিয়েছে ক্রিকেটাররা কোন গাড়ি নয়৷
স্টোকস বলেন, “আমরা গাড়ি নই...যে মাঠে যাব এবং জ্বালানী নিয়ে আবার চলার জন্য প্রস্তুত হব। আমাদের একটি টেস্ট সিরিজ ছিল এবং একই সময়ে ওয়ানডে দলের একটি সিরিজ চলছিল। এটা হাস্যকর।”
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট শুরুর পর থেকে চলমান রয়েছে দলটির খেলা৷ ভারতের সাথে টেস্ট চলাকালীন আরেক দল নেদারল্যান্ডসের সাথে ওডিআই সিরিজ খেলছে৷ এরপর ভারতের সাথে টি-টোয়েন্টি অতপর ওডিআই সিরিজ৷ দুইদিন গ্যাপ রেখে আবার দক্ষিণ আফ্রিকার সাথে সিরিজ৷ সব মিলে বিশ্রাম নেওয়ার সুযোগ খুবই কম৷
ইংল্যান্ডকে বিশ্বকাপ জয়ের স্বাদ পাইয়ে দেওয়া স্টোকস বাকি দুই ফরম্যাটেই সবটা দিতে চান৷
-নট আউট/এমআরএস