03/13/2025 রেকর্ড রান তাড়ায় গল টেস্ট জিতল পাকিস্তান
নট আউট ডেস্ক
২১ জুলাই ২০২২ ০৬:১৯
নট আউট ডেস্কঃ গলে এর আগে সর্বোচ্চ ২৬৮ রান তাড়া করে জয়ের কীর্তি ছিল স্বাগতিক শ্রীলঙ্কার। তবে সফরকারী দলগুলোর কারোই দুইশ রান তাড়া করেও ছিল না জয়ের রেকর্ড। আর সেখানেই সফরকারী পাকিস্তানকে প্রায় সাড়ে তিনশো রানের টার্গেট দিয়ে বসে স্বাগতিকরা। তাই জিততে হলে চর্তুথ ইনিংসে রেকর্ড গড়েই জিততে হতো বাবর আজমের দলকে।
গলে চর্তুথ দিনে আবদুল্লাহ শফিকের আনবিটেন সেঞ্চুরিতে, জয়ের সুবাস পেতে শুরু করেছিল সফরকারীরা। পঞ্চম দিনে জিততে তাঁদের প্রয়োজন ছিল আরও ১২০ রান, হাতে ছিল ৭ উইকেট। শফিকের দেড় শ ছাড়ানো ইনিংস সহজেই সেই রান টপকে যাওয়ার সুযোগ ছিল পাকিস্তানের। তবে বৃষ্টি এসে সেই জয়ে খানিকটা দেয় বাগড়া। শেষ পর্যন্ত রেকর্ড গড়েই গল টেস্টে স্বাগতিকদের ৪ উইকেটে হারিয়েছে পাকিস্তান।
২২২ রান নিয়ে গলে পঞ্চম দিনের খেলা শুরু করেন পাকিস্তানের সেঞ্চুরিয়ান আবদুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ান। দিনের প্রথম ঘণ্টাতেই এই দু'জন দলকে নিয়ে যান জয়ের কক্ষপথে। গড়েন পঞ্চাশোর্ধ রানের জোট। ৪০ রান করা রিজওয়ানকে ফিরিয়ে লঙ্কানদের ম্যাচে ফেরানোর চেষ্টা করেন প্রবাথ জয়সুরিয়া। এরপর আগা সালমান কিংবা হাসান আলীরাও পারেননি শফিককে সঙ্গ দিতে। সাজঘরে ফিরেন দ্রুতই।
তাতে লঙ্কানরা ম্যাচে ফেরার শেষ চেষ্টা করলেও, হয়নি শেষ রক্ষা। আবদুল্লাহ শফিকের হার না মানা ইনিংসে ৪ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় পাকিস্তান। ম্যারাথন ইনিংসে ৪০৬ বলে ১৬০ রানের অপরাজিত থাকেন শফিক। তাকে সঙ্গ দেওয়া নওয়াজ করেন ১৯ রান। শ্রীলঙ্কার পক্ষে ৪ উইকেট শিকার করেন প্রবাথ জয়সুরিয়া।
-নট আউট/টিএ