03/13/2025 ব্রেসওয়েলের হ্যাটট্রিক, সিরিজ জিতল নিউজিল্যান্ড
নট আউট ডেস্ক
২১ জুলাই ২০২২ ১০:১৫
নট আউট ডেস্কঃ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিতের সুযোগ নিউজিল্যান্ডের সামনে। অন্যদিকে সিরিজে টিকে থাকতে হলে জয়ের বিকল্প ছিল স্বাগতিক আয়ারল্যান্ডের জন্য। এমন সমীকরণের ম্যাচে কিউইদের কাছে পাত্তাই পেল না আইরিশর। নিউজিল্যান্ডের করা ১৭৯ রানের জবাবে, স্বাগতিকরা থেমেছে মাত্র ৯১ রানে।
ক্যারিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নেমেই হ্যাটট্রিক করে ম্যাচের সব আলোই কেড়ে নিয়েছেন কিউই অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল। ৮৮ রানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ এ জিতে নিয়েছে সফরকারী দল।
বেলফাস্টে কিউইদের দেওয়া ১৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে বিশোর্ধ রান যোগ করেন দুই আইরিশ ওপেনার পল স্টার্লিং ও অ্যান্ড্রু বার্লবার্নি। এরপরেই শুরু হয় স্বাগতিকদের ছন্দপতন। কিউই বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারায় আয়ারল্যান্ড। ইশ সোধি, জ্যাকব ড্যাফিদের দুর্দান্ত বোলিংয়ে দলীয় পঞ্চাশ পার করার আগেই ৬ উইকেট হারিয়ে বসে তাঁরা।
এরপর আর ম্যাচেই ফিরতে পারেনি আয়ারল্যান্ড। এরপর মার্ক অ্যাডায়ারের ব্যাটে সম্মানজনক হারের জন্যই লড়ে স্বাগতিকরা। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রানও আসে এই ব্যাটারের ব্যাট থেকে। শেষ দিকে ৭ উইকেট হারিয়ে তখন ধুঁকছে আয়ারল্যান্ড। কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার বলটা তুলে দেন মাইকেল ব্রেসওয়েলের হাতে। ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নেমে, প্রথমবার বোলিংয়ে এসেই শুরুটা চার দিয়ে করেন এই ডান হাতি অফ স্পিনার।
চার খেয়েই যেন হুশ ফিরে ব্রেসওয়েলের। ওভারের তৃতীয় বলেই আয়ারল্যান্ডের পক্ষে দলীয় সর্বোচ্চ ২৭ রান করা মার্ক অ্যাডায়ারকে ফেরান তিনি। পরের বলেই ফেরান ১০ রান করা ম্যাকার্থিকে। এতেই তৈরি হয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা। ওভারের পঞ্চম বলেই ক্রেইগ ইয়াং ক্যাচটা তুলে দেন ইশ সোধির হাতে। তাতেই ক্যারিয়ারের প্রথমবার বল হাতে নিয়েই হ্যাটট্রিক করে বসেন ব্রেসওয়েল। ফলে, ৯১ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড।
৮৮ রানের বড় জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজটা জিতে নেয় নিউজিল্যান্ড। দলটির পক্ষে ৩টি করে উইকেট নেন ইশ সোধি ও মাইকেল ব্রেসওয়েল। জ্যাকব ড্যাফির শিকার ২টি উইকেট।
এর আগে টস হেরে ব্যাট করে, নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৯ রানের পাহাড় গড়ে নিউজিল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৭৮ রান করে অপরাজিত থাকেন ক্লেভার। এছাড়া ওপেনার ফিল অ্যালেন করেন ৩৫ রান। গ্লেন ফিলিপসের ব্যাট থেকে আসে ২৩ রান৷ আয়ারল্যান্ডের পক্ষে ২টি করে উইকেট শিকার করেন জশুয়া লিটিল ও ক্রেইগ ইয়াং।
-নট আউট/টিএ