03/14/2025 মরে যাচ্ছে ওয়ানডে ক্রিকেট, আগ্রহ পাচ্ছেন না খাজা!
নট আউট ডেস্ক
২৩ জুলাই ২০২২ ০৩:২১
নট আউট ডেস্কঃ ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো বেন স্টোকসের ওয়ানডে অবসর ঘোষণার পর চারিদিকে চলছে মিশ্র প্রতিক্রিয়া। এমন সময়ে ওয়ানডে ক্রিকেট নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজা। এই বামহাতি ব্যাটার ওয়ানডে ক্রিকেটে খুব একটা আগ্রহ পাচ্ছেন না।
উসমান খাজা বলেন, আমার মতে ওয়ানডে ক্রিকেট এখন তিন নম্বরে রয়েছে। ব্যক্তিগতভাবে মনে করি, ধীরে ধীরে মরে যাচ্ছে ওয়ানডে ক্রিকেট। হ্যাঁ এখনও ওয়ানডে বিশ্বকাপ রয়েছে, যা সত্যিই উপভোগ্য। তবে এর বাইরে আমি তেমন আগ্রহ পাই না।’
তিনি যোগ করেন, ‘আমার একান্ত নিজস্ব মতামত হলো, টেস্ট ক্রিকেট এখন চূড়া। আবার আছে টি-টোয়েন্টি ক্রিকেট, যেগুলোর অনেক লিগ রয়েছে। সবাই এটি পছন্দ করে।’
অবসরের ঘোষণা দেওয়া বিবৃতিতে একের পর এক খেলার ক্লান্তির কথা উল্লেখ করেছিলেন স্টোকস। কর্তৃপক্ষের ওপর ক্ষোভ ঝেড়ে তিনি বলেছিলেন, ‘আমরা খেলোয়াড়রা মোটরগাড়ি নই যে, তেল ভরলেই চলা শুরু করবো।’
-নট আউট/এমআরএস