03/14/2025 কোচের চাওয়াতে মনোবিদ নিয়োগ দিল বিসিসিআই
নট আউট ডেস্ক
২৮ জুলাই ২০২২ ২০:৩৬
নট আউট ডেস্কঃ ভারতীয় ক্রিকেট দলের মনোবিদ হিসেবে নিয়োগ পেলেন প্যাডি আপটন। দলটির কোচ রাহুল দ্রাবিড়ের চাওয়া পূরণে এমনটি করলো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। মূলত খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্য, কভিড-১৯ পরিস্থিতে দুই বছর ধরে চলা জৈব সুরক্ষা বলয়ের চাপ ও ব্যস্ত সূচিকে মাথায় রেখেই দলে দ্রুত একজন মনোবিদ চেয়েছিলেন রাহুল দ্রাবিড়।
আপটন আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলে কাজ করবেন। বর্তমানে ভারতীয় দল উইন্ডিজ সফরে রয়েছে। সেখানে দলের সঙ্গে ইতমধ্যে যোগ দিয়েছেন তিনি।
রাহুল দ্রাবিড়ের সঙ্গে সুপরিচয় রয়েছে আপটনের। আইপিএলে রাজস্থান ও দিল্লির ফ্র্যাঞ্চাইজিতেও ছিলেন তিনি। এছাড়াও ২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ের পেছনে দারুণ ভূমিকা ছিল আপটনের। সেসময়ে দলটির প্রধান কোচের সহকারী ছিলেন তিনি।
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের সাথেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে আপটনের। ২০১৩ সালে টেস্টে প্রোটিয়াদের এক নম্বর করাতে দারুণ অবদান রেখেছিলেন তিনি।
দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া প্যাট্রিক অ্যান্থনি হাওয়ার্ড 'প্যাডি' আপটন একজন ক্রিকেট কোচ হিসেবে বিশেষজ্ঞ, পেশাদার টি -টোয়েন্টি ক্রিকেটে প্রধান কোচ, পেশাদার ক্রীড়াবিদদের মানসিক প্রশিক্ষক, ক্রীড়া বিজ্ঞানী নির্বাহী কোচ এবং ডেকিন বিশ্ববিদ্যালয়ের অনুশীলনের অধ্যাপক।
-নট আউট/এমআরএস