03/14/2025 দেশের ক্রিকেটে গুরুত্বপূর্ণ 'এ' দলের ক্রিকেটাররা
নট আউট ডেস্ক
২৯ জুলাই ২০২২ ০৮:৪৪
নট আউট ডেস্ক: ক্রিকেটে বাংলাদেশের সফলতা পাওয়ার একমাত্র ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে ওয়ানডে ফরম্যাট৷ বাকি দুই সংস্করণ নিয়ে আলোচনা যতই কম হবে তাতে যেন সম্মান বাড়লেও বাড়তে পারে কিছুটা৷ নেই এর হাহাকারের মাঝে দীর্ঘসময় পর 'এ' দল নিয়ে বিসিবির চিন্তা-ভাবনা অবশ্যই দেশের ক্রিকেটের মঙ্গলজনক কাজগুলোর একটি৷ জাতীয় দলের পরে এই দলটি এবং দলের খেলোয়াড়রা বেশ গুরুত্বপূর্ণ বলেও মনে করেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস৷
জালাল ইউনুস বলেন, এখানে (এ দল) যারা খেলোয়াড় রয়েছে, তারা সম্প্রতি ছিটকে পড়েছে বা সম্প্রতি ঢুকেছে। তারা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ।
তিনি আরও যোগ করেন, ‘এ’ দলের ট্যুরগুলা যদি আমরা যথাযথভাবে করতে পারি, রেগুলার বেসিসে যদি ওদের হোম এন্ড অ্যাওয়ে খেলাতে পারি তাহলে আমরা ব্যাকআপ খেলোয়াড় পাবো।’
বাংলাদেশ দলের আক্ষেপরচিত যেকয়েকটি কথা রয়েছে তার মধ্যে একটি বিকল্প নেই৷ এই দলটিকে পরিচর্চার মাধ্যমে মজবুত করা সম্ভব জাতীয় দলের পাইপলাইন৷ জাতীয় দলের ব্যাকআপ খেলোয়াড় কিন্তু এখান থেকেই উঠে আসবে।
-নট আউট/এমআরএস