03/15/2025 আমিরাত লিগের একাদশে ৯ বিদেশি
নট আউট ডেস্ক
২৯ জুলাই ২০২২ ২০:৩৪
নট আউট ডেস্ক: আগামী বছরের শুরুতে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি৷ যেখানে প্রতিটি দল নিজেদের একাদশে রাখতে পারবেন ৯ জন করে বিদেশি ক্রিকেটার৷
আমিরাতের এই লিগ শুরুর সম্ভাব্য তারিখ ৬ জানুয়ারি৷ প্রতিটি দল স্কোয়াডে সর্বোচ্চ ১৮ জন ক্রিকেটার রাখতে পারবেন। যেখানে ১২ জন বিদেশি, অন্তত তিনজন আরব আমিরাতের, দুজন অন্য সহযোগী দেশের এবং একজন ক্রিকেটার নিতে হবে আরব আমিরাতের অনূর্ধ্ব-২৩ দল থেকে।
ইতোমধ্যেই খেলোয়াড়দের পারিশ্রমিকের ক্ষেত্রে আইপিএল বাদে বিশ্বের অন্যান্য সব লিগকে পেছনে ফেলেছে নতুন এই টুর্নামেন্ট।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, শীর্ষস্থানীয় খেলোয়াড়দের প্রায় ৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার বা ৪ কোটি ২৬ লাখ টাকা পারিশ্রমিক দিতে যাচ্ছে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি।
-নট আউট/এমআরএস