03/15/2025 টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
নট আউট ডেস্ক
৩১ জুলাই ২০২২ ০২:৪৩
আজ (শনিবার) থেকে শুরু হচ্ছে স্বাগতিক জিম্বাবুয়ে ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। হারারেতে কিছুক্ষণ বাদেই মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস। যেখানে টস হারলেন টাইগার নয়া কাপ্তান নুরুল হাসান সোহান। অন্যদিকে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।
এই সফরে বিশ্রামে থাকায় অনুমেয়ভাবেই একাদশে নেই সিনিয়র ক্রিকেটাররা। তাই সবশেষ উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের একাদশ থেকে এসেছে একাধিক পরিবর্তন। বাদ পড়েছেন স্পিন অলরাউন্ডার শেখ মেহেদী। দলে ফিরেছেন ওপেনার মুনিম শাহরিয়ার ও পেসার তাসকিন আহমেদ।
এছাড়া সাকিবের অনুপস্থিতিতে দলে ফেরানো হয়েছে নাজমুল হোসেন শান্তকেও। প্রথম টি-টোয়েন্টিতে 'সাত' ব্যাটারের পাশাপাশি একাদশে রয়েছে 'চার' বোলার।
বাংলাদেশ একাদশ: মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোসাদ্দেক সৈকত, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
-নট আউট/টিএ