03/13/2025 কথা রাখলেন সোহান
নট আউট ডেস্ক
১ আগস্ট ২০২২ ০৬:২৬
নট আউট ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দলের তিন অভিজ্ঞ সদস্য সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমকে বিশ্রাম দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি দল সাজানোর পর শুরু হয়েছিল আলোচনা- সমালোচনা৷ পান্ডবদের ছাড়া কেমন করবে লাল-সবুজ প্রতিনিধিরা এটি দেখতে নিশ্চয়ই মুখিয়ে ছিল ক্রিকেটের টুক-টাক খোঁজ রাখা মানুষগুলো৷ হতাশায় শুরু হলেও দ্বিতীয় ম্যাচেই দাপটের সঙ্গে জয়ে ফিরেছে বাংলাদেশ৷
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ১৭ রানের হারের পর বাংলাদেশ দলপতি নুরুল হাসান সোহান বলেছিলেন দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে ৷ প্রথম ম্যাচে ২০৫ রান করা স্বাগতিকদের এদিন মাত্র ১৩৭ রানে আটকিয়ে দেওয়ার ফলে বলাই যায় কথা রাখলেন সোহান৷
প্রথম ম্যাচের মত সিরিজের দ্বিতীয় ম্যাচেও টস হেরে ফিল্ডিং করা বাংলাদেশকে দারুণ এক শুরু দেন মোসাদ্দেক হোসেন সৈকত৷ বাংলার আকাশে বিরাজ করা কালো মেঘ তখন ভিন্ন পথে হাটা শুরু করেছে৷ সৈকতের ক্যারিয়ার সেরা বোলিংয়ের পর লিটনের অর্ধশতক এবং আফিফ-শান্তর মধুর ব্যাটিংয়ে বাংলাদেশের জয় সাত উইকেটে৷
শক্তিমত্তার বিচারে জিম্বাবুয়ের চেয়ে অনেকটাই এগিয়ে বাংলাদেশ৷ জয় ছাড়া ভিন্ন কিছু চিন্তা করার সুযোগ খুব একটা না থাকলেও পরীক্ষা-নিরিক্ষার জন্যই সাজানো দল নিয়ে বাড়তি আগ্রহ ছিল অনেকের৷
-নট আউট/এমআরএস