03/14/2025 পরিকল্পনা অনুযায়ী সজাগ থেকে সফল মোসাদ্দেক
নট আউট ডেস্ক
১ আগস্ট ২০২২ ০৬:৪৯
নট আউট ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় পাওয়া বাংলাদেশ দলের নায়ক অফ স্পিনার মোসাদ্দেক হোসেন সৈকত৷ ক্যারিয়ার সেরা বোলিং করার ম্যাচে হয়েছেন ম্যাচ সেরা, জানিয়েছেন সফলতার রহস্য৷
মোসাদ্দেক বলেন, আমরা স্পিন দিয়ে শুরু করবো এটা পরিকল্পিত৷ ফলে আমি আমার দায়িত্ব নিয়ে সচেতন ছিলাম৷
প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে দাপুটে জয় প্রসঙ্গে তিনি বলেন, আমরা প্রথম ম্যাচের হার নিয়ে বেশি কথা বলিনি৷ আমরা জানতাম আমরা ভালো করতে পারবো এবং ম্যাচ জিতবো৷
ম্যাচে চার ওভার বোলিং করে ২০ রান খরচে নিয়েছেন পাঁচ উইকেট৷ ডট বল দিয়েছেন ১৫টি৷
-নট আউট/এমআরএস