03/14/2025 ইংল্যান্ডের জার্সিতে রেকর্ড গড়া ব্যাটার খেলতে চান জিম্বাবুয়ের হয়ে!
নট আউট ডেস্ক
৪ আগস্ট ২০২২ ০৫:১৩
নট আউট ডেস্কঃ ইংল্যান্ডের জার্সিতে সাদা পোষাকে দ্রুততম তৃতীয় খেলোয়াড় হিসেবে হাজার রান করা গ্যারি ব্যালান্স খেলতে চাইছেন জিম্বাবুয়ের হয়ে। ইতোমধ্যে প্রয়োজনীয় কাগজ পত্র জমা দিয়েছেন আইসিসির কাছে।
আইসিসির আইন অনুযায়ী, টেস্ট খেলুড়ে দেশের কোনো ক্রিকেটার সর্বশেষ তিন বছর জাতীয় দলের হয়ে না খেললে বা সুযোগ না পেলে তিনি অন্য দেশের হয়ে খেলার আবেদন করতে পারেন।
ইংল্যান্ডের হয়ে প্রায় চার বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ২৩ টেস্টে ১৪৯৭ রান এবং ১৬ ওয়ানডেতে ৩৯৭ রান করেছেন এই ব্যাটার। গত জুনে ব্যালান্সসহ কয়েকজনের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ আনেন পাকিস্তানি বংশোদ্ভূত ইয়র্কশায়ার ক্রিকেটার আজিম রফিক। ব্যালান্স সেই অভিযোগ স্বীকার করে অনুতাপও প্রকাশ করেছেন।
বর্তমানে মধুর সময় পার করছে জিম্বাবুয়ে ক্রিকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপে কোয়ালিফাই করার পর বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ে পাচ্ছে বাড়তি আত্মবিশ্বাস।
আরও পড়ুনঃ এশিয়া কাপেই মাঠে ফিরতে আশাবাদী সোহান
-নট আউট/এমআরএস