03/14/2025 অস্ট্রেলিয়া- আফ্রিকার বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা করল ভারত
নট আউট ডেস্ক
৪ আগস্ট ২০২২ ২৩:৫৬
নট আউট ডেস্ক: এশিয়া কাপের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল৷ এই দুই দলের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)৷
সূচি প্রকাশের আগেই নির্ধারিত হয়েছিল প্রথমে অস্ট্রেলিয়া এবং পরবর্তীতে দক্ষিণ আফ্রিকা সফরে আসবে৷ প্রকাশিত সূচিতে দেখা যায় অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২০ সেপ্টেম্বর, মোহালিতে। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ ও ২৫ সেপ্টেম্বর, যথাক্রমে নাগপুর এবং হায়দরাবাদে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষের দুইদিন পর আফ্রিকার বিপক্ষে সিরিজ শুরু করবে ভারত। ২৮ সেপ্টেম্বর শুরু হবে এই সিরিজের প্রথম ম্যাচটি। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২ এবং ৪ অক্টোবর, যথাক্রমে গৌহাটি এবং ইন্দোরে।
এই সিরিজটি শেষে সাউথ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে ভারত। ৬ অক্টোবর লক্ষ্ণৌতে শুরু হবে দুই দলের ৫০ ওভারের ম্যাচের লড়াই। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ এবং ১১ অক্টোবর, যথাক্রমে রঞ্চি এবং দিল্লিতে।
-নট আউট/এমআরএস