03/13/2025 এশিয়া কাপে অধিনায়ক হিসেবে বিবেচনায় রয়েছেন মাহমুদউল্লাহ
নট আউট ডেস্ক
৫ আগস্ট ২০২২ ০৫:৪১
নট আউট ডেস্কঃ জিম্বাবুয়ে সিরিজে শেষ ম্যাচে দলে যুক্ত হলেও নেতৃত্ব না পাওয়ার ফলে অধিনায়কত্ব ক্যারিয়ারে শঙ্কা জেগেছিল মাহমুদউল্লাহ রিয়াদের। তবে এশিয়া কাপে দলের অধিনায়ক হিসেবে রিয়াদ বিবেচনায় রয়েছেন বলে জানিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।
বৃহস্পতিবার বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষ সংবাদ সম্মেলনে নাজমুল হাসান পাপন বলেন, নেতৃত্ব পাওয়ার লড়াইয়েও ভালোমতোই আছেন মাহমুদ, ‘আমাদের কাছে তিনটি নাম আছে (এশিয়া কাপের অধিনায়ক হিসেবে)। এর মধ্যে রিয়াদও আছে। আগেই বলা কঠিন (কে হবে)। সাকিবও আছে। যাকেই বানাই না কেন, তার সঙ্গে আগে কথা বলতে হবে। বোর্ডের সঙ্গে তাঁর কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন্সও তো ঠিক করে নিতে হবে।
আরও পড়ুনঃ এশিয়া কাপ আমিরাতে, আয়োজক শ্রীলংকা পাবে প্রায় ৬২ কোটি টাকা
জিম্বাবুয়ের বিপক্ষে দুই অভিজ্ঞ সদস্য মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে বিশ্রাম দিয়েছিল ক্রিকেট বোর্ড। এছাড়াও স্ব-ইচ্ছায় বিশ্রাম কাটিয়েছেন সাকিব আল হাসান। তিন ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের অধীনে বেশ কয়েকটি ম্যাচ পজিটিভ রেজাল্ট না আসলেও এখন পর্যন্ত এই নেতার অধীনে বাংলাদেশ ক্রিকেট দল সবচেয়ে বেশি জয় পেয়েছে। এশিয়া কাপের ১৫তম আসরের দল ঘোষণার শেষ দিন ৮ অগাস্ট। এর মধ্যে বোঝা যাবে রিয়াদ নেতৃত্বে থাকবে কি না।
-নট আউট/এমআরএস