03/14/2025 শাস্ত্রীর পর পিটারসন, শঙ্কায় বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ভবিষ্যত!
নট আউট ডেস্ক
৫ আগস্ট ২০২২ ২২:১৬
নট আউট ডেস্ক: বাস্তবিক অর্থে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে মোটেও শক্তিশালী প্রতিপক্ষ নয়৷ ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার কেভিন পিটারসনের লেখা কলাম অনুযায়ী বলা যায় ২০২৫ সালের পর বাংলাদেশকে টেস্ট ক্রিকেটে দেখা নাও যেতে পারে৷ শুধু বাংলাদেশ নয় উইন্ডিজ, নিউজিল্যান্ডের মত দলগুলোর কথা তিনি উল্লেখ করেছেন৷
পিটারসন লিখেছেন, 'আমি একটি দৃশ্যপট দেখতে পাচ্ছি, যেখানে ২০২৫ সালে টেস্ট ক্রিকেট বলতে শুধু থাকবে আশেজ, ইংল্যান্ড বনাম ভারত, অস্ট্রেলিয়া বনাম ভারত, ভারত বনাম পাকিস্তান এবং অন্যান্য উঁচুমানের সিরিজ; যদি অন্যান্য দল তাদের টেস্ট ক্রিকেটারদের অনেক বেশি অর্থ প্রদান না করে! আমি আগেও লিখেছি, ইসিবি কীভাবে তাদের টেস্ট ক্রিকেটকে বাঁচাতে পারে। তবে সব দল নিশ্চিতভাবেই সেটা পারবে না।'
তিনি লেখায় যোগ করেছেন, 'আমি আগেও বলেছি, আমার মনে হয় ২০২৫ সালের মধ্যে শুধুমাত্র বড় দলগুলোই টেস্ট খেলবে। বলতে খারাপ লাগছে, তবে যেসব সিরিজে নিউজিল্যান্ড বা ওয়েস্ট ইন্ডিজ বা বড় দল বাদে অন্য কোনো দল থাকবে তাদের একপাশে সরে যেতে হবে।'
কিছুদিন আগে ভারতীয় সাবেক কোচ রবী শাস্ত্রী টেস্ট ক্রিকেটে ৬ দল নিয়ে বলেছিলেন, ‘টেস্ট ক্রিকেট কাকে বলে, এই উত্তরটা আগে সবাইকে জানতে হবে। টেস্ট ক্রিকেট হচ্ছে ক্রিকেটারদের পরীক্ষা, এই পরীক্ষায় পাস করতে হলে আপনার সামর্থ্য থাকতে হবে। কিন্তু টেস্ট ক্রিকেট যদি মানসম্মত না থাকে, তাহলে এটি দেখবে কে! পাঁচ দিনের খেলা শেষ হবে দুই দিনে কিংবা তিন দিনে। যে দেশ কখনই টেস্ট খেলেনি, সেই দেশকে যদি টেস্টে বোলিং উপযোগী কন্ডিশনে ইংল্যান্ড, ভারত কিংবা অস্ট্রেলিয়ার সামনে ছেড়ে দেন, তারা কি খেলতে পারবে? এই টেস্ট সম্প্রচারের দায়িত্বে থাকা সংস্থাও ব্যবসা ঠিকমতো করতে পারবে না। পাঁচ দিনের খেলা দুই দিনে শেষ হলে তো ক্ষতি তারও। পাঁচ দিনের ম্যাচ দুই দিনে শেষ হলে ক্রিকেটপ্রেমীরাও খুশি হবেন না।’
-নট আউট/এমআরএস