03/13/2025 ফিরলেন বিজয়, ব্যাটিংয়ে বাংলাদেশ
নট আউট ডেস্ক
৫ আগস্ট ২০২২ ২২:৫৩
নট আউট ডেস্কঃ হারারেতে আজ (শুক্রবার) থেকে শুরু হচ্ছে স্বাগতিক জিম্বাবুয়ে ও বাংলাদেশের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটা। ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে টস। যেখানে এবারও টস ভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। আর হেরে আগে ব্যাট করবে বাংলাদেশ। জিম্বাবুয়ে সফরে এসে টি-টোয়েন্টি সিরিজ হারার পর, বাংলাদেশের সামনে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ।
এদিকে প্রথম ওয়ানডের বাংলাদেশ একাদশে এসেছে একাধিক পরিবর্তন। দীর্ঘদিন পর দলে ফিরেছেন এনামুল বিজয়। পবিত্র হজ পালন করতে যাওয়ায় উইন্ডিজ সিরিজে বিশ্রামে থাকা মুশফিকুর রহিম ফিরেছেন একাদশে। এছাড়া একাদশে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ।
এনামুল দলে দলে ফেরায় বাদ পড়েছেন নাজমুল শান্ত। এছাড়া চোটের কারণে ছিটকে গেছেন নুরুল হাসান সোহান। দল থেকে বাদ পড়েছেন দুই স্পিনার নাসুম আহমেদ ও তাইজুল ইসলাম।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।