03/14/2025 এশিয়া কাপে লিটনকে পাওয়া নিয়ে শঙ্কা!
নট আউট ডেস্ক
৬ আগস্ট ২০২২ ১৭:৫৪
নট আউট ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটে সময়ের সেরা ধারাবাহিক ক্রিকেটার লিটন কুমার দাস মিস করতে পারেন এশিয়া কাপের এবারের আসর৷ মূলত জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন এই উইকেট রক্ষক ব্যাটার৷ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিও জানিয়েছেন সুস্থ হতে ৩-৪ সপ্তাহ প্রয়োজন৷
চলতি মাসের ২৭ তারিখে শুরু হতে যাওয়া এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ তারিখ৷ আগামী ৮ তারিখের মধ্যে দিতে হবে চূড়ান্ত দল৷ এমন অবস্থায় লিটনের খেলতে না পারার সম্ভাবনাই বেশি৷
এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে বাকি দুই ওয়ানডেতে দেখা যাবে না লিটনকে৷ এর আগে এই সফরের টি-টোয়েন্টি সিরিজে ইনজুরিতে ছিটকে গেছেন আরেক উইকেট রক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান৷
(৫ আগস্ট) জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে শতক থেকে ১৯ রান দূরে থাকা লিটন ৮৯ বল থেকে ৯ চার এবং ১ ছয়ে ৮১ রান করে স্ট্রেচারে করে মাঠ ত্যাগ করেন।
বর্তমান সময়টা মোটেও ভালো যাচ্ছে জাতীয় দলের৷ পারফর্মেন্সের বিচারে প্রিয় ফরম্যাটে তিন শতাধিক রান করেও জিম্বাবুয়ের বিপক্ষে হেরেছে পাঁচ উইকেটে৷ এমন সময়ে লিটনের না থাকা দলের জন্য বড় ধাক্কাও বটে৷ তবে এই সুযোগ কাজে লাগাতে পারে অন্য কেউ৷
-নট আউট/এমআরএস