03/14/2025 উইন্ডিজে অসহায় বাংলাদেশ 'এ' দল!
নট আউট ডেস্ক
৭ আগস্ট ২০২২ ০১:১৭
নট আউট ডেস্ক: উইন্ডিজ সফরে সাকিব আল হাসানের নেতৃত্বে সাদা পোষাকে বাংলাদেশ ক্রিকেট দল লড়াই করতে পারেনি কোনভাবেই৷ এবার সেই সফরে প্রথম চারদিনের ম্যাচে অসহায় বাংলাদেশ 'এ' দলও৷
সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয়েছে মাত্র ১৬৭ রানে৷ ব্যাট হাতে অধিনায়ক মিঠুন চেষ্টা চালালেও বাকিদের কেউই হাল ধরতে পারেনি কাঙ্খিত চাওয়া অনুযায়ী৷
সফরকারীদের অলআউট করে দারুণ ব্যাটিং করছে স্বাগতিক ব্যাটাররা৷ দ্বিতীয় দিন শেষে তিন উইকেটে হারিয়ে উইন্ডিজের সংগ্রহ ১৬৫ রান৷
বাংলাদেশ ব্যাটাররা যেই উইকেটে খেলতে হিমশিম খেয়েছে৷ সেখানেই নান্দনিক ব্যাটিং উপহার দিচ্ছে স্বাগতিকরা৷ সফরকারী বোলাররাও করতে পাচ্ছেন না প্রয়োজনীয় কিছু৷
সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে):
বাংলাদেশ ‘এ’ দল: ১৬৭/১০ (৬০.৫ ওভার) (মিঠুন ৫০, সাইফ ২০; মাইন্ডলি ৫/৫৯, গ্রিভস ৩/২৬)
ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল: ১৬৫/৩ (৬৩ ওভার) (চন্দরপল ৪৯, কার্টি ৩৬; নাঈম ১/৩২, রাজা ১/৪৮)
-নট আউট/এমআরএস