03/14/2025 এশিয়া কাপের দল ঘোষণায় বাড়তি সময় পেল বাংলাদেশ
নট আউট ডেস্ক
৭ আগস্ট ২০২২ ২০:১৮
নট আউট ডেস্ক: জিম্বাবুয়ে সিরিজে ইনজুরিতে বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার৷ ছিটকে গেছেন লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান৷ এক ম্যাচ বিশ্রামে আছেন মুস্তাফিজুর রহমান৷ এছাড়াও চোটে আছেন মুশফিকুর রহিম ও শরীফুল ইসলাম৷ এমন অবস্থায় এশিয়া কাপের দল ঘোষণা কঠিন বোর্ডের জন্য৷
সামগ্রিক দিক বিবেচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দল গঠনের জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছে তিনদিন বেশি সময় চায়। চাওয়াতে অনুমোদন দিয়েছে এসিসি। এশিয়া কাপের জন্য দল ঘোষণা শেষ দিন ৮ আগস্ট। তবে বাংলাদেশ ১১ আগস্টের মধ্যে দল ঘোষণা করতে পারবে।
সংযুক্ত আরব আমিরাতে ২৭ অগস্ট শুরু হবে এশিয়া কাপ। আর ফাইনাল হবে ১১ সেপ্টেম্বর। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবারের আসর হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। ছয়টি দলকে দুই গ্রুপে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দুই গ্রুপের সেরা দুইটি করে মোট চারটি দল খেলবে সুপার ফোরে।
‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে কোয়ালিফায়ার থেকে উঠে আসা একটি দল। আর ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ও আফগানিস্তান।
এবারের এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে ৩০ আগস্ট। এরপর দ্বিতীয় ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে ১ সেপ্টেম্বর।
-নট আউট/এমআরএস