03/14/2025 পুরনো ব্যথায় রাব্বি, এশিয়া কাপ নিয়ে শঙ্কা!
নট আউট ডেস্ক
৯ আগস্ট ২০২২ ০৩:২৫
নট আউট ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট দলে চলছে ইনজুরির মিছিল। বেশ কয়েকজন খেলোয়াড়ের ইনজুরির কারনে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) কাছে এবারের আসরের দল ঘোষণার জন্য বাড়তি সময় চেয়েছিল বিসিবি। সেই আবেদনে পজিটিভ রেজাল্টও দিয়েছে এসিসি। এবার আরও চিন্তা বাড়ছে বোর্ড কর্তাদের। আবারও চোটে পড়েছেন ইয়াসির আলি রাব্বি। যার কারনেই শঙ্কা জেগেছে এশিয়া কাপে খেলা নিয়ে।
বাংলা টাইগার্সের হয়ে খেলতে নেমে গতকাল পিঠের পুরনো ব্যাথা বেড়ছে তার। ৮ আগস্ট (সোমবার) ঢাকা ফিরেছেন এই ডানহাতি ব্যাটার।
গত উইন্ডিজ সফরে চোঠে পড়েছিল রাব্বি। সিরিজে কোন ম্যাচ না খেলেই ফিরতে হয়েছিল দেশে। ইনজুরি থেকে সুস্থ হয়েছিলেন প্রায় শতভাগ। তবে চিকিৎসক বলেছিলেন এখনও পুরোপুরি সুস্থ হয়নি তিনি। বিশেষ করে ডান পায়ে ভর করে খেলতে কিছুটা সমস্যা হবে।
সোহানের চিকিৎসার কারনে বর্তমানে বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী অবস্থান করছেন সিঙ্গাপুরে। বুধবার দেশে ফিরে রাব্বিকে দেখার কথা রয়েছে।
-নট আউট/এমআরএস