03/14/2025 হাতে অস্ত্রোপচার, এশিয়া কাপে প্রায় শতভাগ অনিশ্চিত সোহান!
নট আউট ডেস্ক
৯ আগস্ট ২০২২ ০৪:২৪
নট আউট ডেস্কঃ জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের অষ্টম টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন নুরুল হাসান সোহান। অবশ্য দায়িত্ব শতভাগ পূরণের আগেই আঙ্গুলের ইনজুরিতে পড়েছেন এই উইকেট রক্ষক ব্যাটার। এরপর ফিরে এসেছিলেন দেশে। বিসিবি উন্নত চিকিৎসার জন্য পাঠিয়েছিল সিঙ্গাপুর। সোমবার সেখানে সোহানের আঙ্গুলে সফল অস্ত্রোপচার করা হয়েছে।
সোহানের এমন অবস্থায় এশিয়া কাপ খেলার সম্ভাবনা থাকছে না খুব একটা। বিসিবির এক সূত্র গণমাধ্যমে জানিয়েছে ধরে নেওয়া হচ্ছে সোহানের না খেলা নিশ্চিত। তাকে ছাড়াই এশিয়া কাপের দল ঘোষণা করবে বিসিবি।
অস্ত্রোপচারের আগে মূলত চোটের গভীরতা পর্যবেক্ষণ করতেই সোহানকে সিঙ্গাপুর পাঠানো হয়েছিল। সেখানেই গিয়ে র্যাফেলস হাসপাতালের চোট চিকিৎসায় বিশেষজ্ঞ জনাথন গো এর পরামর্শে অস্ত্রোপচার করা হয়। সোহানের সাথে সেখানে রয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী।
-নট আউট/এমআরএস