03/14/2025 হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে দুপুরে মাঠে নামছে বাংলাদেশ
নট আউট ডেস্ক
১০ আগস্ট ২০২২ ১৮:৪৪
নট আউট ডেস্ক: প্রথম দুই ম্যাচেই বাংলাদেশ ক্রিকেট দলের হার ৫ উইকেটে৷ টস ভাগ্য হয়নি সহায়৷ বাজে ফিল্ডিং ও গতিহীন রান সংগ্রহ ছিল চলমান৷ ৯ বছর পর হারতে হয়েছে সিরিজ৷ ২১ বছর আগে হোয়াইটওয়াশের গল্প ছড়িয়ে পড়েছে মুক্ত আকাশে৷
সিরিজের তৃতীয় ও হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ১০ আগস্ট (বুধবার) বাংলাদেশ সময় দুপুর সোয়া একটায় মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল৷
জিম্বাবুয়ের ব্যাটিং স্বর্গ পিচে বাংলাদেশ ব্যাটাররা ব্যক্তিগত সংগ্রহ সমৃদ্ধ করেছে৷ তবে রানের পাশে থাকা বল সংখ্যা তাকালে শুধু সমালোচনায় হয়েছে৷ তা অবশ্য যৌক্তিক৷ আর এই যৌক্তিক করে দিয়েছে স্বাগতিক ব্যাটার সিকান্দার রাজা, ইনোসেন্ট কাইয়া, রেগিস চাকাভারা৷
দলের বিপদে, বড্ড প্রয়োজনে তারা যেভাবে খেলেছে তা প্রশংসনীয়৷ দুই ম্যাচে শতক হাকিয়ে সকলকে ভালোবাসতে বাধ্য করেছে সিকান্দার রাজা৷ কাইয়া ও চাকাভা দুজন দুই ম্যাচে দিয়েছে সঙ্গ৷ এমন কিছু করতে পারেনি বাংলাদেশ৷ প্রচেষ্টাও খুব বেশি ছিল না পরিলক্ষিত৷
হোয়াইটওয়াশ এড়াতে ব্যর্থ হলে ২০০১ সালের পর আবারও জিম্বাবুয়ের কাছে হোয়াইটওয়াশ হবে বাংলাদেশ৷ তবে তখনকার সময়ে তা স্বাভাবিক হলেও বর্তমানে তা বড্ড অস্বাভাবিক৷
-নট আউট/এমআরএস