03/14/2025 ওয়ানডেতেই সফল বিজয়
নট আউট ডেস্ক
১১ আগস্ট ২০২২ ০৪:০১
নট আউট ডেস্ক: ৭৩,২০,৭৬ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে বিজয়ের রান৷ প্রথম ম্যাচে তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ের পর পরের দুই ম্যাচে ব্যাটিং করেছেন ওপেনিং৷
চার ছক্কার সাথে ডিপিএলে রানের বন্যা বইয়ে দেওয়া বিজয় দীর্ঘসময় পর ডাক পেয়েছিলেন গেল উইন্ডিজ সফরে৷ সেই সফরে টেস্ট এবং টি-টোয়েন্টিতে সুযোগ হলেও টিম কম্বিনেশনের কারনে জায়গা হয়নি ওয়ানডে একাদশে৷ দুই সংস্করণে সুযোগ পেয়ে রান করতে পারেনি চাহিদামত৷ ফলে আলোচনা-সমালোচনা হয়েছিল নানাভাবেই৷
জিম্বাবুয়ে সিরিজেও টি-টোয়েন্টিতে হাসেনি বিজয়ের ব্যাট৷ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও চেয়েছিলেন ওয়ানডে দলে বিজয়ের সুযোগ পাওয়া উচিত৷ এছাড়াও ভক্তদের চাওয়া ছিল প্রতিনিয়ত৷
ওয়ানডে প্রত্যাবর্তনের সিরিজে নিজেকে প্রমাণে শতভাগ সফল বিজয় এমনটি বললে হয়তো মোটেও ভুল হওয়ার কথা নয়৷ বাকি দুই সংস্করণে সুযোগ আসলে তা যথাযথভাবে কাজে লাগাতে পারলেই বিজয় ও দলের জন্য হবে তা স্বস্তির৷
অভিষেক ম্যাচে শতক হাকানো বিজয়ের পরিসংখ্যান বলছে টেস্ট এবং টি-টোয়েন্টির চেয়ে ওয়ানডে ক্রিকেটেই সফল এই ব্যাটার৷ ২০১২ সালে জাতীয় দলের সাথে যাত্রা শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৫ টেস্টে করেছেন ১০০ রান৷ এছাড়াও ১৯ টি-টোয়েন্টিতে বিজয় করেছেন ৪৪০ রান৷ অপরদিকে ৪১ ওয়ানডেতে সংগ্রহ ১২২১ রান৷
-নট আউট/এমআরএস