03/13/2025 ম্যাচসেরা আফিফ, সিরিজসেরা রাজা
নট আউট ডেস্ক
১১ আগস্ট ২০২২ ০৭:০৪
নট আউট ডেস্ক: নিজেদের ওয়ানডে ইতিহাসে ৪০০ তম ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ ক্রিকেট দল৷ প্রথম দুই ম্যাচের হার নিয়ে হোয়াইট ওয়াশ এড়ানোর লড়াইয়ে সফল তামিম বাহিনী৷ শেষ ম্যাচে বাংলাদেশের জয় ১০৫ রানে৷ এদিন ম্যাচ সেরা হয়েছেন আফিফ হোসেন ধ্রুব৷ প্রথম দুই ম্যাচে স্বাগতিকদের আনন্দ উপহার দেওয়া সিকান্দার রাজা হয়েছেন সিরিজ সেরা৷
প্রথম দুই ম্যাচে পাঁচ উইকেটের হার ছিল বাংলাদেশের৷ প্রথম ম্যাচে তিন শতাধিক রান করা দলটি দ্বিতীয় ম্যাচেও থেমেছিল তার খুব কাছে৷ শেষ ম্যাচে অবশ্য করেছে ২৫৬ রান৷ জিম্বাবুয়ে সব উইকেট হারিয়ে করেছে ১৫১ রান৷
বাংলাদেশ ব্যাটিং ইনিংসে আফিফ ৮১ বলে ৬ বাউন্ডারি আর ২ ছক্কায় ৮৫ রানের অপরাজিত ইনিংস খেলেন৷
সিরিজ সেরা সিকান্দার রাজ প্রথম দুই ম্যাচেই জয়ের নায়ক হলেও শেষ ম্যাচে দলকে রক্ষা করতে পারেননি৷ পুরো সিরিজে ২৫২ রানের সঙ্গে বল হাতে ৫ উইকেট নিয়ে সিরিজ সেরার পুরস্কার নিজের করে নিয়েছেন এই জিম্বাবুইয়ান অলরাউন্ডার।
-নট আউট/এমআরএস